হেরে গেলেও পুরো এলাকায় শোডাউন দিবেন মাহি
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনকে ঘিরে তারকাঙ্গনেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। কারণ তারকাঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকে। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার প্রতীক ট্রাক। তবে রাজশাহীর প্রার্থী হলেও মাহি রাজধানীর উত্তরার ভোটার। তবে নিজে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় থাকতে হচ্ছে তাকে। এ কারণেই নিজের ভোট দেওয়া হচ্ছে না মাহিয়া মাহির।
তবে রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি বা জিতি ইনশাআল্লাহ কাল (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের (জনগণ) সঙ্গে আছি।’’
প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘‘সব কেন্দ্রেই এজেন্ট দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় কেউ (এজেন্ট) একটু লেট করেছে। কিছু কিছু জায়গায় এজেন্টরা সাক্ষর করে ঢুকতে লেট করেছে। তবে সব কেন্দ্রেই আমার লোকজন আছে। এটা আমার প্রথম নির্বাচন। আপনারা সবাই জানেন, অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সাথে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে ওভারঅল সবকিছু ভালোই আছে।’’
নির্বাচনে জয়ের বিষয়ে তিনি বলেন, ‘‘পাস করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো না। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে। আমি যদি সুপ্রিম পাওয়ার পাই, তাহলে বৃহৎ পরিসরে তাদের সহযোগিতা করতে পারব। আর না পেলেও আমি ব্যক্তিগত উদ্যোগে তাদের সহযোগিতা করবো।’’
তিনি আরও বলেন, ‘‘প্রশাসনের কাছে প্রত্যাশা শুধু ভোটগ্রহণ সুষ্ঠু নয়, পুরো প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কেউ কোনো ধরনের হট্টগোল করলে কেউ যেন ছাড় না দেয়। আমি শুনেছি, ভোট হতে হতে ৩টা থেকে ৪টার দিকে বিভিন্ন ভেজাল (বিশৃঙ্খলা) দেখা দেয়। এই রকম কেউ যাতে করতে না পারে, এটার জন্য প্রশাসন শক্ত অবস্থানে থাকবে এটা প্রত্যাশা করি।’’
উল্লেখ্য, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।
সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় মহেশখালীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ঠোঁট মোটা করতে লাগালেন মরিচ, ভাইরাল ইনফ্লুয়েন্সার
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সীমান্তাঞ্চলে কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে ‘আনারস চাষ’
মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
নোয়াখালীতে চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার
কুলাউড়ায় টিলা কাটা ও বালু উত্তোলনের দায়ে আটক-১
ইউক্রেনের ঘাঁটি কুরাখোভ রাশিয়ার নিয়ন্ত্রণে : মস্কো
আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ , সিউলে ব্লিংকেনের উপস্থিতির মাঝে উত্তেজনা বৃদ্ধি
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
ফুলকপি উৎপাদন খরচ ১৫ টাকা বিক্রি ৫ টাকা: মাঠেই কেটে ফেলে রাখছে চাষিরা
ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল
পঞ্চগড়ে শিবিরের নেতৃত্বে জুলফিকার-রাশেদ
নির্মাণের ৩৬ বছরে মেরামত হয়নি ভোলা বাস টার্মিনাল
সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম
মাসুদ-বাবরের রেকর্ড জুটি
ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার
বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল