যতদিন বেঁচে আছি অভিনয়টাই চালিয়ে যেতে চাই: বাবু
২২ অক্টোবর ২০২৪, ১১:৩৬ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৬ এএম
বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিয়ন শৈলী দিয়ে দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে দুর্দান্ত অভিনয়ের কারনে অর্জন করেছেন ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। আরন্যক নাট্যদল থেকে উঠে আসা এই অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের স্ক্রিনে মন জয় করেছেন তার দর্শকদের, পেয়েছেন অকুন্ঠ সমর্থনও। প্রায় ৩৫ বছর পূর্বে অভিনয়ের জগতে তার প্রথম আগমন ঘটে আরণ্যক নাট্যদলের সাথে। এখনও এই অভিনেতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন অভিনয়ের সঙ্গে।
সম্প্রতি এই অভিনেতা তিনটি ভিন্ন ভিন্ন মাধ্যম—নাটক, সিনেমা এবং সংগীতে কাজ করছেন। বর্তমানে “নদাই” শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাবু। অবস্থান করছেন ঝিনাইদহের শৈলকুপায়। জানা যায় 'নদাই' সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে জেলেদের সমাজের জীবনকে নির্ভর করে।
'নদাই' সিনেমা সম্পর্কে দ্য ডেইলি স্টার সূত্রে জানা যায়, ফজলুর রহমান বাবু বলেন, “‘নদাই’ একটি সংগ্রামের গল্প বলে, যা একটি মৎস্যজীবী সম্প্রদায়ের ছেলে নদাইয়ের জীবনের উপর কেন্দ্রিত। চলচ্চিত্রটি সরকারি অর্থায়নে তৈরি হচ্ছে।”
হালদা খ্যাত অভিনেতা বলেন যে, শুটিংয়ের সময় স্থানীয় মানুষজনের কাছ থেকে তিনি যে অভূতপূর্ব সমর্থন এবং ভালোবাসা পেয়েছেন তা তাকে মুগ্ধ করেছে। এ বিষয়ে সূত্রটিকে তিনি হেসে হেসে বলেন, “প্রতিদিন মানুষ শুটিং দেখতে আসে। বিরতির সময়, আমি প্রায়ই তাদের সাথে কথা বলি। তারা শুধু আমার অভিনয় নয়, আমার সঙ্গীতের সাথেও পরিচিত। কেউ কেউ আমার অভিনয়ের চেয়ে আমার গান নিয়ে বেশি কৌতূহল দেখায়,”।
'নোদাই' সম্পর্কে বাবু আরও বলেন, “ চলচ্চিত্রটির শক্তি এর আকর্ষণীয় গল্পের মধ্যে নিহিত। এটি এমন একটি গল্প যা সবার হৃদয় স্পর্শ করবে এবং এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা আমি পুরোপুরি উপভোগ করছি।”
কেবল চলচ্চিত্র নয় বহু টিভি নাটকেও অভিনয় করেছেন বাবু, এখনও সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। গত দেড় মাস ধরে তিনি বিভিন্ন টিভি নাটকের শুটিং শেষ করেছেন, অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সম্প্রতি অন্তত তিন থেকে চারটি নাটকে কাজ করেছি, যার প্রতিটিতে আমি খুবই ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। আমি গল্প এবং চরিত্রের উপর ভিত্তি করে আমার ভূমিকা বেছে নিই এবং আমি বিশ্বাস করি যে এই কাজগুলো ভাল হয়েছে।”
কোন ধরনের স্ক্রিপ্ট পছন্দ করেন বাবু এ বিষয়ে তিনি বলেন, ' আমি মূলধারার থেকে আলাদা এবং ভিন্নধর্মী গল্পের প্রতি বেশি আকৃষ্ট হই। কেননা আমি সবসময় কিছু ভিন্ন করার চেষ্টা করি।”
কেবল অভিনয়ের জন্যই নয় বরং একজন গায়ক হিসেবেও স্বীকৃত বাবু। দারুণ প্রশংসিত চলচ্চিত্র “মনপুরা”-তে দুটি গান গাওয়ার পরে একজন কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার “নিথুয়া পাথারে” এবং “সোনাই হায় হায় রে” গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় যা তাকে একজন প্রতিভাবান গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।
“মনপুরা”-তে সাফল্যের পর, শিল্পী আরেকটি গান “ইন্দুবালা” প্রকাশ করেন, যা তাকে দর্শকদের আরও প্রিয় করে তোলে। সঙ্গীত ঈর্ষণীয় সাফল্য সত্ত্বেও, বাবু বিনয়ের সাথে বলেন, “আমি নিজেকে আপাদমস্তক একজন অভিনেতা মনে করি। ‘মনপুরা’-তে গান গাওয়া একটি অপ্রত্যাশিত সুযোগ ছিল এবং বাকিটা ইতিহাস।”
সম্প্রতি বাবু জাহিদ হোসেন পরিচালিত একটি নতুন চলচ্চিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন এবং ইউটিউবে রিলিজের জন্য আরও একটি গান রেকর্ড করেছেন।
সঙ্গীত সম্পর্কে বাবু বলেন, 'মঞ্চে আমি বছরের পর বছর ধরে অভিনয় করেছি। আমি কখনও আনুষ্ঠানিকভাবে গান শিখিনি। শৈশব থেকেই গুনগুন করে গান গাইতাম এবং কেবল শুনে শুনেই অসংখ্য গানে সুর দিতে পারতাম এভাবেই সঙ্গীতের সাথে আমার পথচলা। যদিও আমি গান ভালোবাসি তবে কখনও পুরোদস্তুর শিল্পী হওয়ার ইচ্ছা নেই। আমি কখনও পেশাদার গায়ক হতে চাইনি বরং একজন অভিনেতা হতে চেয়েছিলাম এবং সবার ভালোবাসা ও সমর্থনে আমি তা হতে পেরেছি। সবকিছুর উর্ধ্বে অভিনয়েই আমার অগ্রাধিকার থাকবে। যতদিন বেঁচে আছি অভিনয়টাই চালিয়ে যেতে চাই।'
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়