'এবার প্রতারণার অভিযোগ আদালতের মুখোমুখি হাসিনার চাটুকার অপু বিশ্বাস'
০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা ছিলেন অপু বিশ্বাস। মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করে দীর্ঘদিন বড় পর্দায় আলোড়ন সৃষ্টি করেছিলেন অপু। চিত্রনায়ক মান্নার প্রয়াণের পরে সিনেমাপাড়ায় বিশেষভাবে শুরু হয় শাকিব খানের একচ্ছত্র আধিপত্য। এখনও ঢালিউডে রাজ করে বেড়াচ্ছেন শাকিব খান, তবে স্রোতের টানে খেই হারিয়ে ফেলেছেন অপু। ধরে রাখতে পারেননি নিজের সেই গ্লামার কিংবা ভক্তদের ভালোবাসা।
বিভিন্ন সময়ে নানা রকম আলোচনা-সমালোচনার মূলেই যেন থাকেন তিনি। এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর রয়েছে বেশ বড় সাইজের তেলের দোকান। একটি টিভি অনুষ্ঠানে তার আদর্শ কে এমন প্রসঙ্গে জিজ্ঞেস করলে অপু বিশ্বাস বলেন,আমার আইডল বাংলাদেশের মমতাময়ী মা শেখ হাসিনা। হাসিনাকে রীতিমতো নিজের দেবীর আসনে বসিয়েছিলেন অপু বিশ্বাস।
এমনকি শেখ হাসিনাকে তেল মালিশ করে সংরক্ষিত মহিলা আসনে এমপির পদও বাগিয়ে নিতে চেয়েছিলেন অপু, তবে যেখানে নিজের পরিবারের লোকেদের খায়িয়েই কুল পাচ্ছে না হাসিনা সেখানে অপু কোথার কি! সম্প্রতি সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পক্ষে প্রতিবার করা তো দূরে থাক সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য একটা পোস্টও করেনি অপু। যদিও হাসিনা পলায়নের পরে এখন আবার ছাত্র-জনতাকে লোক দেখানো সাধু সেজেছে।
সম্প্রতি তৈলের তাবেদার অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন ঢাকাই সিনেমার আরেক প্রযোজক সিমি ইসলাম। গত ২৪শে অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা হয়েছে এ মামলা। তবে এবার প্রকাশে এনেছেন মামলার বিষয়টি। জানা যায় কেবল অপু নয়, সেই মামলায় অপুর ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনার কাজে নিয়োজিত জাহিদুল ইসলাম বহুল সমালোচিত হিরো আলমের নামে মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে সিমি ইসলাম দাবি করেন, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন। এরপর চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টাও করেন। কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি।
এদিকে জানা যায় অতিরঞ্জিত এই অভিনেত্রী প্রতারণার মামলা হওয়ায় বেশ বিস্মিত হয়েছেন অপু। এ বিষয়ে সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, 'এই মহিলাকে (সিমি ইসলাম কলি) নিয়ে আর পারি না। উনার তো সবকিছু দিয়ে দেয়া হয়েছে। আবার মামলা কীসের! আমি এ বিষয়ে জানিই না, এসব তো ফাজলামো।'
জানা যায়, আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয়া হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের আগস্ট মাসে অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন মিলে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েও ফিরিয়ে দেননি। একপ্রকার বাধ্য হয়েই চলতি বছরের ২৮ জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি, যেখানে অভিযুক্ত করা হয় অপু ও জাহিদুলকে।
বিষয়টি জানতে পেরে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে এর সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করা হয় সিমির কাছে। জানানো হয়, অপু বিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর-কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি ইসলাম। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা।
কিন্তু সিমি দেখতে পান, তার ইউটিউব চ্যানেলে থাকা ভিডিওগুলো নেই। বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। কিন্তু তারা ভিডিওগুলো ফিরিয়ে দেয়ার নাম করে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও কথা বলা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সিমি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ