শেফ গর্ডন রামজের প্রতি আকর্ষণের কথা স্বীকার করলেন স্কারলেট জোহানসন
০৮ মার্চ ২০২৩, ০৯:৩৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:২৩ এএম

হলিউডের সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রীদের একজন স্কারলেট জোহানসন। এছাড়া প্রতি ফিল্মে তার সম্মানীও আকাশ ছোঁয়া। স্কারলেট (৩৮) এখনও অনেক পুরুষের স্বপ্নের রানি। কিন্তু কোন পুরুষ এই অভিনেত্রীকে সবচেয়ে আকৃষ্ট করে? বেশ কয়েক বছর আগেই তিনি তা প্রকাশ করেছিলেন। তাতে অনেকেই বিস্মিত হয়েছিল। স্কারলেট ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত হলিউডের সবচেয়ে সুপুরুষ অভিনেতাদের একজন রায়েন রেনল্ডসের ঘর করেছেন। এরপর তিনি ২০২০ পর্যন্ত সাংবাদিক রোমেন ডরিয়াকের ঘর করেছেন। বর্তমানে তিনি কমেডিয়ান কলিন জস্টের স্ত্রী। ২০১৭ সালে হাওয়ার্ড স্টার্ন শোতে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, তার চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে? কোনও ধরণের দ্বিধা ছাড়াই তিনি বলেন, ‘সৎভাবে বললে, আমি সেই মানুষ যে গর্ডন রামজেকে আকর্ষণীয় বলে মনে করি।’ স্টার্ন আবার প্রশ্ন করেন, ‘আপনি গর্ডন রামজের প্রতি আকৃষ্ট? হতে পারে আমি আপনাকে কটাক্ষ করছি, কিন্তু আসলেই তো সৌন্দর্য হল দর্শকের চোখে।’ এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। এদিকে কর্মক্ষেত্রে গুজব চলছে, স্কারলেট জোহানসন মারভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) ফিরছেন। এমসিইউর আসন্ন ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’ ফিল্মে তাকে আবার ব্ল্যাক উইডো’র ভূমিকায় দেখা যাবে।
বিভাগ : বিনোদন
আরও পড়ুন