চতুর্থ সিজনে শেষ হবে এইচবিও’র ‘সাকসেশন’
১০ মার্চ ২০২৩, ০৭:৫০ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৩:০৪ এএম

এইচবিও’র এমি বিজয়ী সিরিজ ‘সাকসেশন’ চতুর্থ মৌসুমে শেষ হবে বলে জানিয়েছেন, সিরিজের তত্ত্বাবধায়ক জেসি আর্মস্ট্রং। সিরিজটির চতুর্থ মৌসুমের সূচনা হবে আগামী ২৬ মার্চ। প্রহসনমূলক ডার্ক কমেডি-ড্রামা ধারার সিরিজটি ধনবান রয় পরিবারের কাহিনী। সিরিজটির যাত্রা শুরু হয় ২০১৮’র ৩ জুন। নিউ ইয়র্কার সাময়িকীতে একটি নিবন্ধে আর্মস্ট্রং এই তথ্য প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘সাকসেশন’এর নামেই উল্লেখ আছে এর প্রতিশ্রুতি। আর, এটি চিরদিন চলবে এমন কখনও ভাবিনি আমি। এর যবনিকা সবসময়ই আমার মনে আছে। দ্বিতীয় মৌসুম থেকে আমি ভাবার চেষ্টা করে আসছি: এর পরেরটিই কি তবে শেষ? নাকী এরপরও চলবে, অথবা তারপর? প্রথম সিজনেই সিরিজটি সেরা ড্রামা সিরিজ হিসেবে এমি জয় করে, এরপর তৃতীয় সিজনে একই পুরস্কার জয় করে ‘সাকসেশন’। সিরিজে অভিনয় করেছেন ব্রায়ান কক্স, জেরেমি স্ট্রং, কিয়েরান কালকিন, স্যারা স্নুক, ন্যাটালি গোল্ড এবং রব ইয়াং।
বিভাগ : বিনোদন
আরও পড়ুন