না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
না ফেরার দেশে বিশ্ববিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। গত শুক্রবার বিখ্যাত এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৩ বছর। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে একটি পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। বিশ্ববিখ্যাত নাটক রোমিও অ্যান্ড জুলিয়েটের ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পদার্পণ করেন তিনি। সেখান থেকেই অর্জন করেন বিভিন্ন নামি-দামি পুরষ্কার এবং সন্মাননা। এমনকি সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি।
জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে লন্ডন যাওয়ার আগে নাটকের স্কুল ইতালিয়া কোন্তি একাডেমিতে পড়াশোনা শুরু করেন অলিভিয়া। প্রখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি।
মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন তিনি।সিনেমাটিতে অলিভিয়ার বিপরীতে ‘রোমিও’ চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা লিওনার্ড হোয়াইটিং। তখন অভিনেতার বয়স ছিল মাত্র ১৬ বছর। ১৯৬৮ সালের অস্কারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেবার সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে অস্কার জয় করে সিনেমাটি।
ঐতিহাসিক এই সিনেমাটি অলিভিয়া হাসির ক্যারিয়ারে ভূমিকা রাখলেও এ নিয়ে কম জল ঘোলা হয়নি। অলিভিয়া হাসি ও লিওনার্ড হোয়াইটিং প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। তাদের দাবি ছিল, ১৯৬৮ সালে মুক্তি পাওয়া সিনেমার শুটিংয়ের সময় কার্যত চাপ দিয়ে তাদের নগ্ন দৃশ্যে অভিনয় করানো হয়েছে। সে কারণেই ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হন তারা।মামলায় অভিনেতা দাবি করেছিলেন, ইতালিয়ান পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি জোর করে ওই দৃশ্যে অভিনয় করিয়ে নিয়েছিলেন। যদিও দীর্ঘদিন পর গত বছর একজন বিচারক মামলাটি খারিজ করে দিয়েছিলেন। এমনকি বিচারক রায় দিয়েছিল দৃশ্যটি ‘যথেষ্ট যৌন ইঙ্গিতপূর্ণ’ ছিল না।
এ প্রসঙ্গে অস্কারজয়ী পরিচালকের ছেলে পিপ্পো জেফিরেলি দাবি করেছিলেন, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় দুই প্রেমিকের ভালোবাসা দেখানো হয়েছে। তার কথায়, ‘ওই দৃশ্যের সঙ্গে পর্নোগ্রাফির তুলনা করা মোটেও উচিত নয়। কারণ, ওই দৃশ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানো হয়েছে মাত্র। নোংরামি করা হয়নি।’ ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও উল্লেখযোগ্য কাজ হিসেবে ১৯৭৭ সালে মিনি সিরিজ ‘জিসাস অব নাজারেথ’-এ ‘মা মেরি’ চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। শেষবারের মতো তাকে স্ক্রিনে দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘সুইসাইট স্কোয়াড’ সিনেমায়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিপিএল টি- ২০ উপলক্ষে সমন্বয় সভা করলো বিসিবি
৫৫ দিনের তারুণ্য উৎসবে শত আয়োজন
৫ সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ, নেপথ্যে জানা গেল যাদের নাম
এক বছরে ১৫০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮৬
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে আটক ৭
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরলে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত