লেট কেন! ম্যাডোনার বিরুদ্ধে কেস ফ্যানের
২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ এএম
‘দ্য কুইন ইজ নেভার লেট’। ২০১৯ সালে একটি কনসার্টে দেরিতে পৌঁছনোর অভিযোগ ওঠার পর লিখেছিলেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। চার দশক ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বুকে ঢেউ তুলে আসা গায়িকার বিরুদ্ধে দেরি করে কনসার্টে আসার অভিযোগ নতুন নয়। সেই অভিযোগেরই জবাব দিতে ওই লাইনটি লিখেছিলেন মহাতারকা। কিন্তু এ বার অনুষ্ঠানে দেরি করে আসার জন্যই পপের রানির বিরুদ্ধে মামলা ঠুকে বসলেন দুই ভক্ত।
নিজের সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বজুড়ে সেলিব্রেশন ট্যুর করছেন ম্যাডোনা। গত ১৩ ডিসেম্বর নিউ ইয়র্কে ছিল সেই ট্যুরের একটি কনসার্ট। রাত সাড়ে আটটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও ম্যাডোনা দেরি করে মঞ্চে ওঠায় অনুষ্ঠান শুরু হয় প্রায় দু’ঘণ্টা পর। শেষ হতে হতে বেজে যায় রাত একটা। অত রাতে বাড়ি ফেরার জন্য অনেকেই যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। তেমনই দুই ম্যাডোনা ভক্ত মাইকেল ফেলোজ় ও জোনাথন হ্যাডেন এ বার তাই সরাসরি গায়িকা এবং ওই ট্যুরের আয়োজক সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।
আদালতে জমা দেয়া নথিপত্রে তারা জানিয়েছেন, ২০১৬ সালের রেবেল হার্ট ট্যুর, ২০১৯-’২০ সালের ম্যাডাম এক্স ট্যুরেও এ ভাবেই বহু কনসার্টে দেরিতে পৌঁছেছেন ম্যাডোনা। এমনকী, গত মাসে নিউ ইয়র্কের ওই বার্কলেজ সেন্টারেই ১৪ ও ১৬ তারিখের দুই কনসার্টেও নির্ধারিত সময়ের অনেক পরে মঞ্চে ওঠেন ম্যাডোনা। অভিযোগপত্রে দুই মামলাকারীর বক্তব্য, ‘সপ্তাহের মাঝখানে এত রাতে অনুষ্ঠান শেষ হওয়ার ফলে অনেকেই পরের দিন সময়মতো অফিসে পৌঁছতে পারেননি।’ তাদের অভিযোগ, টিকিট বিক্রির সময় এতটা দেরি হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেনি আয়োজক সংস্থা। এ ব্যাপারে ম্যাডোনা ও উদ্যোক্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও উত্তর দেননি।
যদিও এই মামলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। একদলের বক্তব্য, শিল্পীরা সার্ভিস ইন্ডাস্ট্রির অংশ নয়। তাই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিষেবা না দেয়ার অভিযোগ তোলা যায় না। বিশেষ করে ম্যাডোনার মাপের তারকার অনুষ্ঠানে কিছুটা দেরি হওয়ার মধ্যে কোনও অসঙ্গতিও দেখছেন না অনেকে। আর এক দলের বক্তব্য, বিপুল টাকা খরচ করে যারা টিকিট কেটেছেন, তারা ন্যূনতম কিছু দাবি রাখতেই পারেন। এই মুহূর্তে ম্যাডোনার সেলিব্রেশন ট্যুরের টিকিটের চাহিদা তুঙ্গে। সবচেয়ে কমদামি টিকিটের দাম ৫০ ডলার হলেও অনেকেই সেটাই ঘুরপথে কিনছেন প্রায় দু’হাজার ডলার দিয়ে। এত টাকা খরচ করার পরেও কেন শিল্পীর দেরিতে পৌঁছনোর জন্য তাদের ভুগতে হবে, সে প্রশ্ন তাই অযৌক্তিক নয় বলে মনে করছেন অনেকেই।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই