অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁস, বিপাকে অভিনেত্রী
২৯ মে ২০২৪, ০৮:১৪ এএম | আপডেট: ২৯ মে ২০২৪, ০৮:১৪ এএম
ভারতের কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি রাই। জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল গুপেদন্ত মনসু-তে জগাথি ম্যাডামের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিত হয়ে উঠেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে এই কন্নড় টিভি অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রীা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে বেঙ্গালুরু থানায় মামলা দায়ের করেছেন জ্যোতি রাই। অভিযোগ পত্রে জ্যোতি রাই বলেন, ‘হুমকি পাওয়ার পর আমি ট্রমার মধ্যে আছি। যেসব আইডি থেকে যারা এসব প্রচার করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমার ও আমার পরিবারের সম্মান হুমকির মুখে রয়েছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপূরণীয় ক্ষতি হবে; এজন্য আমাকে ভোগান্তি পোহাতে হবে।’
যেসব আইডি থেকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে, তার একটি তালিকাও পুলিশকে দিয়েছেন জ্যোতি। এদিকে পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তর্জালে ছড়িয়ে পড়া অভিনেত্রী জ্যোতির ছবি ও ভিডিও তার নয়। বরং প্রযুক্তি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। এসব ছবি ও ভিডিও ডিপফেক কিনা সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী জ্যোতি।
জানা গেছে, বির্তকের সূত্রপাত শুরু হয় এক্সয়ের (টুইটার) এক টুইট থেকে, যেখানে এক অজ্ঞাত ব্যক্তি জ্যোতি রাইয়ের ব্যক্তিগত ছবি শেয়ার করার প্রতিশ্রুতি দেন। শুধু শর্ত হল, তার ইউটিউব চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার করে দিতে হবে। এ টুইট অভিনেত্রীর ভক্তদের নজরে আসলে অনেকে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ জানান।
উল্লেখ্য, মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন জ্যোতি। প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। যদিও এ সংসার ভেঙে গেছে। বর্তমানে পরিচালক সুকু পুরভাজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে এই সম্পর্কের কথা জানান জ্যোতি।
পর্দায় সাহসী উপস্থিতির জন্য ফ্যাশন আইকন হিসেবে পরিচিত জ্যোতি। তিনি বন্দে বারতাভা কালা-তে অভিনয় করেছেন এবং অন্যান্য ২০টিরও বেশি সিরিয়ালে তাকে দেখা গিয়েছে। তিনি সীতারাম কল্যাণ, গন্ধদা গুড়ি, ৯৯ এবং দিয়া বর্ণপাতালা-এর মতো কন্নড় চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া