ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁতে শাবনূরের আহ্বান
২৯ মে ২০২৪, ০৮:২৪ এএম | আপডেট: ২৯ মে ২০২৪, ০৮:২৪ এএম
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপর্যস্ত উপকূল। সময় বাড়ার সাথে সাথে ফুটে উঠেছে রিমালের ক্ষত। রিমালের প্রভাবে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, প্রাণ গেছে বহু গবাদিপশুরও। উপকূলের ছয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বেশকিছু স্থানে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি জেলায়। খাদ্য সংকটে পড়েছে অনেকে পরিবার।
এদিকে রিমালের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনেকেই এগিয়ে এসেছেন। চিত্রনায়িকা শাবনূরও তার ফেসবুকে দেয়া পোস্টে আহ্বান জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে। মঙ্গলবার (২৮ মে) নিজের ফেসবুক পেইজে শাবনূর লিখেছেন, ‘আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
তিনি আরো লিখেছেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা সহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।’
এই পোস্টের সঙ্গে শাবনূর নিজের একটি ছবির পাশাপাশি জুড়ে দেন রিমালে ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু ছবি। অনেকেই তার ফেসবুক পোস্টে মন্তব্য জানিয়েছেন। তার এই আহ্বানকে সবাই ইতিবাচক হিসেবে নিয়ে সাহায্য করার কথা বলেছেন।
উল্লেখ্য, গত ২২ মে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এ লঘুচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রথমে রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে। এরপর নিম্নচাপ ও গভীর নিম্নচাপ দশা পেরিয়ে শনিবার (২৫ মে) সন্ধ্যায় পরিণত হয় ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় হওয়ার পর এর নাম হয় রিমাল। রোববার (২৬ মে) সকালে শক্তি বাড়িয়ে রিমাল পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।
এদিকে শাবনূর অনেক দিনের বিরতি ভেঙে নতুন করে অভিনয়ে নাম লিখিয়েছেন। শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। নির্মাতা আরাফাত হোসাইন পরিচালিত এ সিনেমায় গান থাকছে তিনটি। সবগুলো গানই লিখেছেন কবির বকুল, আর সুর-কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এছাড়া চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। পাশাপাশি ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর