সমালোচনা গায়ে মাখার সময় নেই- মাইলি সাইরাস
২৩ মার্চ ২০২৫, ০৯:০৪ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৯:০৪ এএম

হলিউডের অন্যতম সেরা গায়িকা, অভিনেত্রী মাইলি সাইরাস। এই তারকা কেবল টচচার্টই নয়, অসংখ্য ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন বছরের পর বছর ধরে। কিন্তু অসম্ভব তারকাখ্যাতি সত্ত্বেও, বিতর্ক যেন ছাড়ছেই না সাইরাসকে।
বিভিন্ন সময়ে, তার প্রতিটি কাজই সমালোচকরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন, করেছেন সমালোচনা। ব্যক্তি জীবনে খুব অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেছিলেন এ গায়িকা। তাই সেই বয়সে এই সমালোচনার বিষয়গুলো তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসকল বিষয়ে খোলাখুলি আলাপ করেন সাইরাস। জানান ছোটবেলা থেকেই তাকে নিয়ে তৈরি বিতর্কের জন্য তিনি নিজেকে কতটা শাস্তি দিয়েছিলেন এবং নিজেকে কতটা বিচার করেছিলেন। ভাবতেন, আসলেই তিনি ভুল করেছেন, বা তিনিই দোষী। কিন্তু সময়ের পরিক্রমায় বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে বোঝার পরে, গায়িকা নিজেকে দোষ দেওয়া বন্ধ করেছেন।
ছিলেন শিশুশিল্পী, সেখান থেকে আজকের বিশ্বখ্যাত গায়িকা-গীতিকার-অভিনেত্রী হওয়ার যাত্রা সম্পর্কে বলতে গিয়ে মাইলি সাইরাস তার কর্মকান্ডের জন্য মাঝে মাঝে কতটা অপরাধবোধ কাজ করতো তা নিয়ে কথা বলেছেন। জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিন ভোগের সঙ্গে কথোপকথনের সময় গায়িকা বলেন, ‘আমি বছরের পর বছর ধরে নিজের চারপাশে কিছু অপরাধবোধ এবং লজ্জা বয়ে বেড়াচ্ছিলাম। কারণ আমি আসলে কতটা বিতর্ক এবং বিপর্যয়ের সৃষ্টি করেছি।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এখন যেহেতু আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি বুঝতে পারছি, আমাকে কতটা কঠোরভাবে বিচার করা হয়েছিল। আমি একজন শিশু, তখনকার প্রাপ্তবয়স্করা এটা স্বীকার করেননি। আমাকে তখন কঠোরভাবে বিচার করেছিল। এখন একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমি বুঝতে পারি, আমি কখনই কোনও শিশুকে কঠোরভাবে বিচার করব না।’
মাইলি সাইরাস সেই সময়ের কথা আরও স্মরণ করেন যখন তিনি বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন মিডিয়া তার সাথে কঠোর আচরণ করেছিল। শিশু থেকে যখন তিনি একজন নারীতে রূপান্তরিত হচ্ছিলেন, তখন একটি ট্যাবলয়েড একবার তার ব্রণ সম্পর্কে একটি গল্প লিখেছিল, যার শিরোনাম ছিল ‘আ ব্রেকআউট ইয়ার!’
এর উত্তরে, গায়িকা তার হতাশার কথা ব্যাখ্যা করে বলেন, ‘এতে যে আমি কষ্ট পাব সেটা তারা একটুও ভাবেনি। তখন আমার বয়স ২০ বছর। সবাই ভাবে, বড় হয়ে গেছি, কিন্তু এখন আমি বলছি, ওই সময় আমি পুরোপুরি বাচ্চা ছিলাম।’
যদিও বিতর্ক এবং মাইলি সবসময় হাত ধরাধরি করে চলেছে। ২০০৮ সাল থেকে যখন হান্না মন্টানা তারকার অন্তরঙ্গ ছবি অনলাইনে প্রচারিত হয় তখনও বেশ শোরগোল উঠেছিল। সেই বছরের শেষের দিকে, তিনি ভ্যানিটি ফেয়ারের জন্য টপলেস পোজ দেওয়ার জন্যও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। পরবর্তীতে যদিও তিনি সেই সময়ে ক্ষমা চেয়েছিলেন,এমনকি নিজ বক্তব্য উল্টে দেন এবং এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিলেন, ‘আমি দুঃখিত নই।’
এছাড়াও ২০০৯ সালে টিন চয়েস অ্যাওয়ার্ডস-এ ‘পার্টি ইন দ্য ইউএসএ’-তে তার পরিবেশনাও বেশ সমালোচিত হয়। কারণ আইসক্রিম প্রপে তার নাচকে পোল-ড্যান্সিং হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরের বছর, সাইরাসের সিসাপানরত একটি ভিডিও ফাঁস হয়, যা নেটিজেনদের বেশ ক্ষুব্ধ করে তোলে। এখানেই শেষ নয়। তার নাম ঘিরে অন্যান্য বিতর্কও ছিল, যার মধ্যে রয়েছে ২০১৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তার টোয়ার্কিং পারফর্মেন্স, যা তার মিউজিক ভিডিও, রেকিং বল-এ নিষিদ্ধ করা হয়েছিল এবং তালিকাটি এখনও অব্যাহত রয়েছে। কিন্তু, এখন মাইলি তার কাজের জন্য কোনও লজ্জা বোধ করেন না। ‘ফ্লাওয়ার্স গায়িকা’ মেনে নিয়েছেন, তিনি কে। বলেছেন, সমালোচনা গায়ে মাখার মতো এতো সময় এখন তার নেই।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

স্বাধীনতা দিবসে তিন শতাধিক বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

সুন্দরগঞ্জে জাকের পার্টির আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিল

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা আটক

অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ

রাজশাহীর বিএমডিএ প্রকৌশলীর বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহারের দাবি

ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করতে হবে: ঢাকার ডিসি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন - মোঃ মুশফিকুর রহমান

বিচারের কথা বলে দ্বিচারিতা করা হচ্ছে : ইশরাক

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের গণইফতারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ

হাতীবান্ধায় পরিত্যক্ত জরাজীর্ণ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে তিন শতাধিক বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

মেহেরপুর জেলা যুবদলের আয়োজনে মাসব্যাপী ইফতার বিতরণ ২৫তম রমজানেও অব্যাহত

বরিশালে স্বাধিনতা দিবস পালিত

‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোন ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত’

সিনেমাপ্রেমীদের জন্য আদর্শ শো ‘দ্য স্টুডিও’

টাইগার উডসের সঙ্গে ভাবীর প্রেম নিয়ে মুখ খুললেন ইভাঙ্কা ট্রাম্প

সোনারগাঁওয়ের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীতে যথাযযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে তামিমকে