অশ্রুসিক্ত চোখে শহীদ মিনারে সন্জীদা খাতুনের শেষ বিদায়
২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম

শেষবারের মতো সন্জীদা খাতুনকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হয়েছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।
আজ বেলা আড়াইটায় সন্জীদা খাতুনের কফিন শহীদ মিনারে নেওয়া হয়। অশ্রুসিক্ত চোখে গান, কবিতা ও ফুলে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন শিল্পীরা। তাঁকে শেষবারের মতো দেখতে হাজির হয়েছিলেন অনেকেই। গতকাল মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সন্জীদা খাতুন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে সন্জীদা খাতুনের পুত্রবধূ ও রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা বলেন, ‘তিনি আজকে বিদায় নিচ্ছেন। কিন্তু তাঁর দেখানো পথ ও তাঁর শক্তি যেন ধারণ করতে পারি। এগিয়ে যেতে পারি। যাঁরা সমবেত হয়েছেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
বক্তব্য শেষে ‘আছে দুঃখ আছে মৃত্যু’ গেয়ে শোনান লিসা। গানটি গাইতে গিয়ে গলা ধরে আসে তাঁর।
শ্রদ্ধা জানিয়ে সংগীতশিল্পী লুভা নাহিদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘হাজার হাজার ছেলেমেয়ের মাঝে শিক্ষার আলোটা ছড়িয়ে গেছেন তিনি। এটা অনেক বড় পাওয়া।’
ছায়ানটে ‘মিনু আপা’ বলে পরিচিতি রয়েছে সন্জীদা খাতুনের। প্রিয় মিনু আপাকে নিয়ে স্মৃতিচারণা করলেন আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তিনি গণমাধ্যমকে জানান, খুলনা থেকে ঢাকায় আসার পর থেকেই ছায়ানটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সন্জীদা খাতুনের হাত ধরে ১৯৭৬ সালে রমনার অশ্বত্থতলায় নববর্ষ অনুষ্ঠানে আবৃত্তি করার সুযোগ পেয়েছিলেন তিনি।
তরুণ বয়স থেকেই সন্জীদা খাতুন যুক্ত হয়েছেন আন্দোলন-সংগ্রামে, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাঁর ছিল অগ্রগণ্য ভূমিকা। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তাঁকে সবাই চেনেন। এ ছাড়া শাসকগোষ্ঠীর রক্তচক্ষু এড়িয়ে সংগঠক, সাংস্কৃতিক কর্মী হিসেবেও তাঁর অবদান অসামান্য।
ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যে, ‘তিনি বটবৃক্ষ ছিলেন, আমাদের ছায়া দিতেন। সেই ছায়াটা সরে গেল। ১৯৭১ সালে উনাকে কলকাতায় ধর্মতলা স্ট্রিটে দেখেছি। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার প্রধান সংগঠকদের একজন ছিলেন তিনি।’
সবশেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনে ইতি টানা হয়েছে।
সন্জীদা খাতুনকে শেষ বিদায় জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, প্রথম আলো, উদীচী, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, কণ্ঠশীলনসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন।
সন্জীদা খাতুনকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, অভিনেতা–নির্দেশক তারিক আনাম খান, নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেত্রী আফসানা মিমি, সংগীতশিল্পী ফারহিন খান জয়িতাসহ অনেকে।
উল্লেখ্য, এর আগে ছায়ানট সংস্কৃতি-ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সন্জীদা খাতুনকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শহীদ মিনার থেকে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে। এরপরের কার্যক্রম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পরিবার।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিএনপির সকল সহযোগিতা থাকবে -মো.আবুল কালাম

নগরবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সিসিকের সাবেক মেয়র আরিফ

ঈদের দিনেও রক্তাক্ত ফিলিস্তিন, ইসরাইলি বোমা হামলায় শহীদ ২০

মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভূষ্মিভূত

কালিয়াকৈর চন্দ্রায় ১৬ বছর পর ঈদযাত্রায় স্বস্তি

এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল
স্যোশাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার ছবি ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ

ঈদে নানার বাড়ির যাত্রায় ট্রাকের ধাক্কা সাতক্ষীরায় কলেজ ছাত্রী নিহত, আহত দুই

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজের সময় ৫ শিশু-সহ ৯ জনকে গুলি করে হত্যা করল ইহুদি সেনা

বাংলাদেশে ঈদুল ফিতর কবে

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ঈদ উপলক্ষে দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মানুষ

ঢাকা উত্তরে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত বাণিজ্যমেলার পুরনো মাঠ : ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

লিলি জি’র ইসলাম গ্রহণ: ইসলাম সম্পর্কে এআই এর জবাবে হতবাক বিশ্ব!

রেকর্ড সংখ্যক মৌমাছির মৃত্যু, বিপর্যয়ের মুখে মার্কিন খাদ্য শিল্প

সাংবাদিক জাকির হোসেন বাদশা সড়ক দুর্ঘটনায় আহত

সিলেটে ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত শাহী ঈদগাহ ময়দান : ৪ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ