কলকাতায় আরও এক নতুন সিনেমায় মিথিলা
০৮ মার্চ ২০২৩, ১১:৪৮ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম

দেশ ছাড়িয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিজ দেশের পাশাপাশি কাজ করে চলেছেন ওপার বাংলাতেও। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমার নাম ‘মেঘলা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে।
সিনেমাটি প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘ছবিটা একদমই নারী কেন্দ্রিক গল্প এবং গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছি। মেঘলাকে ঘিরেই পুরো গল্প। গল্পের মেঘলা একদম শান্তশিষ্ট ও মিষ্টি স্বভাবের মেয়ে কিন্তু একটা সময় সে যখন তার স্বামীর সঙ্গে বাইরে ঘুরতে যায় তখন সে তাকে হারিয়ে ফেলে। এরপরই মেয়েটার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে।’
তিনি আরও বলেন, ‘গল্প যতটা অ্যাকশন-থ্রিলারের ততটাই আবেগ ও ভালোবাসার। নারী কেন্দ্রিক গল্পের কাজ তো এমনিতেও খুব বেশি একটা হয় না, সেখানে এরকম গল্পে এত সুন্দর একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটার জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে।’
জানা গেছে, গত জানুয়ারিতে কলকাতার উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকায় দৃশ্যধারণের মধ্য দিয়ে সিনেমার শুটিং শেষ করেছেন মিথিলা। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমটি পরিচালনা করেছেন ‘অন্দর কাহিনী’ খ্যাত অর্ণব মিদ্দা। আগামী মে মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এখানে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি, বিশ্বরূপ ব্যানার্জি, অর্ণ প্রমুখ।
উল্লেখ্য, ‘মেঘলা’ হচ্ছে মিথিলার অষ্টম সিনেমা। এরইমধ্যে তিনি শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ এর শুটিং। শিগগিরই অংশ নেবেন এর ডাবিংয়ে। তাছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’, ‘কাজল রেখা’ সিনেমা। এছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার ওয়েব সিনেমা ‘মাইসেলফ অ্যালেন স্বপন’।
বিভাগ : বিনোদন
আরও পড়ুন