অস্কারের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিমন মাহফুজ
০৮ মার্চ ২০২৩, ০৯:৪১ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৭:৫৮ এএম

১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারের ৯৫তম অস্কার আসরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন বাচসাসের নির্বাচিত সাধারণ স¤পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত স¤পাদক রিমন মাহফুজ। ১২ মার্চ ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। এবারই প্রথম বাংলাদেশের কোনো সাংবাদিক এই আসরে আমন্ত্রণ পেলেন। এর আগে রিমন মাহফুজ ৬৯তম কান চলচ্চিত্র উৎসব, ২৯তম টোকিও আন্তজার্তিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে যোগ দেন। এছাড়া জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ)-এর বিভিন্ন আসরে যোগ দিয়েছেন। রিমন মাহফুজ চলচ্চিত্রের সংগঠনগুলোতে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর স্থায়ী সদস্য।
বিভাগ : বিনোদন
আরও পড়ুন