এক যুগ পর ফ্যাশন শোতে হাঁটল নোবেল ও মৌ
১০ মার্চ ২০২৩, ০৭:৫২ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১১:৩০ এএম

বাংলাদেশের মডেলিং জগতের সেরা জুটি আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ। মডেলিং আইকন হিসেবে তারা পরিচিত। এই জুটি প্রায় একযুগ পর কোনো ফ্যাশন শো’তে শো-স্টপার হিসেবে হেঁটেছেন। সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হওয়া ফ্যাশন শো’তে নোবেল মৌ অংশগ্রহণ করেন। আদিল হোসেন নোবেল বলেন, সম্ভবত এক যুগ পর আমি আর মৌ শো স্টপার হিসেবে কোনো অনুষ্ঠানে হেঁটেছি। ভীষণ ভালো লেগেছে। কারণ, শো-স্টপার হিসেবে হাঁটা বেশ সম্মানের। আমাকে এবং মৌ’কে এই অনুষ্ঠানে সম্পৃক্ত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ। নোবেল ও মৌ মূলত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে জনপ্রিয় জুটি হয়েছেন। এছাড়াও তারা দু’জ বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকেও অভিনয় করেছেন। তাদের দু’জনের অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কুসুম কাঁটা’,‘ হাইওয়ে’, ‘লাভ ফাইনালি’, ‘ধ্রুবতারা’, ‘প্রিয়তমা’ ইত্যাদি। তাদের করা সবগুলো বিজ্ঞাপনই দর্শকের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। নোবেল বর্তমানে মোবাইল কোম্পানি ‘রবি’তে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করছেন। চাকুরীর কারণে নিয়মিত অভিনয়ে বা বিজ্ঞাপনে তাকে দেখা যায়না। তবে তিনি জানান, গল্প এবং চরিত্র ভালোলাগলে কাজ করতে আগ্রহী।
বিভাগ : বিনোদন
আরও পড়ুন