ভেঙে গেলো অভিনেত্রীর ১৯ বছরের সংসার
১১ মার্চ ২০২৩, ০৯:০২ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রের সংসার ভেঙেছে। তাও অল্প দিনের সংসার নয়, দীর্ঘ ১৯ বছরের সংসার ভাঙলো এই তারকার। প্রায় দু’দশক একসঙ্গে পথ চলার পর পৃথক রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। ভারতীয় গণমাধ্যমে শুভাঙ্গী জানিয়েছেন, স্বামী পীযূষ এবং তার সম্মতিতে এই বিচ্ছেদ হচ্ছে।
শুভাঙ্গি আত্রে বলে, বিয়ের মূল ভিত্তি- পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু সৃষ্ট মতানৈক্যর সমাধান করতে পারিনি। এক বছর আলাদা থেকেছি। দুজনেই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। সর্বশেষ বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিই।
বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না, উল্লেখ করে শুভাঙ্গি বলেন, এটি এখনো অনেক কঠিন। আমার কাছে পরিবারই প্রথম প্রাধান্য। আমরা সবাই আমাদের চারপাশে পরিবারকে চাই। তবে জীবনের এমন কিছু ক্ষতি আছে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না। এত বছরের সম্পর্ক ভেঙে গেলে মানসিক চাপ তৈরি হবেই। এই প্রভাব আমার মধ্যে পড়েছে। তারপরও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে পিয়ুষ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় শুভাঙ্গির। বিয়ের দুই বছর পর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। বর্তমানে তার বয়স ১৭ বছর। বিয়ে ভেঙে গেলেও মেয়ের দেখাশোনা দুজনেই ভাগ করে করবেন।
বিভাগ : বিনোদন
আরও পড়ুন