বিকৃত তথ্যে ভরপুর ‘দ্য কেরালা স্টোরি’, বললেন দক্ষিণের পুরস্কারজয়ী পরিচালক
০৩ জুন ২০২৩, ০১:০৩ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ০১:৪৫ পিএম
গত ৫ মে ভারতে মুক্তি পায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। তার পরেই গোটা ভারতজুড়ে সিনেমাটির কাহিনি নিয়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়ে। এখনও পর্যন্ত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, কমল হাসান-সহ আরও অনেকেই এই সিনেমার কাহিনি নিয়ে সরব হয়েছেন। সুদীপ্ত সেন পরিচালিত সিনেমাটি নিয়ে বিতর্ক এখনো অব্যাহত। এবার এই সিনেমা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দক্ষিণের পুরস্কারজয়ী পরিচালক বীণা পাল।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বীণা পাল জানিয়েছেন, ‘‘দ্য কেরালা স্টোরি’ দেখে বিমর্ষ হয়ে পড়েছেন তিনি। ভুল তথ্যের ভিত্তিতে কীভাবে এই সিনেমা এতটা গুরুত্ব পাচ্ছে? কেউ এটা নিয়ে কথা না বললে কবেই ‘দ্য কেরালা স্টোরি’র স্বাভাবিক মৃত্যু হত। এখন মানুষ মনে করছেন তারা যা কিছু বানিয়ে ফেলতে পারেন।’
বীণার দাবি, ‘সিনেমাটির ট্রেলারও বদলাতে হত পরিচালককে। কারণ, ট্রেলারে যা বলা ছিল, সিনেমাতে তা দেখানো হয়নি। আর সেটা নিয়ে কেউ কথা বলছেন না। তথ্যবিকৃতি থাকলেও ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে, রোজই খবরের শিরোনামে থাকছে। এই সমস্ত কিছু ভালো সিনেমার ভাগ্যে মেলে না। ‘নিশ্চয়ই দেশের একাংশ এ ধরনের সিনেমা থেকেই রসদ নেন। মানুষের ইচ্ছার প্রতিফলন এই বিকৃত সিনেমা।”
এছাড়া সিনেমাটিতে তথ্য বিকৃত করা হয়েছে বলে উল্লেখ করে বীণা পাল বলেন, ‘এই সিনেমার কোনও শৈল্পিক মূল্য নেই। তাও এই সিনেমাটিকে অযথাই গুরুত্ব দেওয়া হচ্ছে।’ সেই সঙ্গে বীণা জানিয়েছেন, ‘তিনি গর্বিত যে কেরালার মানুষ এই সিনেমা প্রত্যাখান করেছে। মালায়লাম ভাষায় এই সিনেমা কেরালার কোনও প্রেক্ষাগৃহে চলেনি।’ তার দাবি, ‘‘২০১৮’ বলে একটি সিনেমা ঠিক এর উল্টো আখ্যান নিয়ে বানানো হয়েছিল। মানুষের মধ্যে সেটি জায়গা তৈরি করতে পেরেছিল।’
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অভিনেতা কমল হাসান বলেছিলেন, ‘‘কোনও ছবির নামের নীচে ‘সত্য ঘটনা’ লিখে দিলেই সেটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করা যায় না। আমি প্ররোচনামূলক সিনেমার বিরুদ্ধে। সেই ঘটনা আদতে ঘটে থাকলে তবেই তা সত্য। আর এখানে যা দেখানো হয়েছে, তা সত্য নয়।’’
তবে কিছুদিন আগেই ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালক সুদীপ্ত সেন দাবি করেছিলেন, ‘এই সিনেমার প্রতিটি ঘটনা সত্য। অনেক গবেষনার পরেই এই সিনেমা তৈরি করা হয়েছে।’ কিন্তু পরিচালকের দাবির পুরো উলটো পথে হেঁটেই মন্তব্য করলেন দক্ষিণের সিনেমা পরিচালক বীণা পাল। এবার বীণার বক্তব্য নিয়ে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল
আইপিএল নিলামে নাম না তোলার ব্যাখ্যা দিলেন ইংলিশ অলরাউন্ডার
‘চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়’, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর
বৃষ্টির কবলে দ. আফ্রিকা-শ্রীলঙ্কা প্রথম টেস্ট
ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে - বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন
আওয়ামী নেতাদের নির্দেশে চট্রগ্রামে নৈরাজ্য সৃষ্টির ব্যর্থ চেষ্টা
সাত কলেজ অনার্স প্রথম বর্ষের কালকের পরীক্ষা স্থগিত
নাঙ্গলকোট উপজেলা যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ কমিটি বাতিলের দাবি
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট, ফড়নবিশকে জরুরি তলব দিল্লিতে
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুল ইসলামের
আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
আইনজীবী হত্যার অবিলম্বে বিচার চাই -ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ
ফ্যাসিবাদের দোসর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ করা হোক আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি করছে: হাসনাত
ডোমিনোজ পিৎজা এখন মহাখালীতে
বিএনপি জনগণের দল, 'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন' অধ্যক্ষ সেলিম ভূইয়া
ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ইসকনের মিথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ
ঋণগ্রহীতা মারা যাওয়ার পর পাওনাদার তার পাওনা মাফ করে দেওয়া প্রসঙ্গে।