কোক স্টুডিও বাংলা’র নতুন ফিউশন কথা কইয়ো না
১১ জুন ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম

কোক স্টুডিও বাংলা একের পর এক দেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতসহ বিভিন্ন জনপ্রিয় গান আধুনিক ধারায় উপস্থাপন করে শ্রোতাদের মন জয় করে চলেছে। প্রতি মাসেই তারা কোনো না কোনো গান পরিবেশন করছে। এবার প্রকাশ করেছে নতুন গান ‘কথা কইয়ো না’। গানটিতে শহুরে ও লোকসঙ্গীতের মিশ্রণ ঘটানো হয়েছে। মৌলিক এই গানটি লিখেছেন কবি হাশিম মাহমুদ। সুর ও সঙ্গীত প্রযোজনা করেছেন শিল্পী ইমন চৌধুরী। গানটির মূল শিল্পী এরফান মৃধা শিবলু, যিনি হাশিম মাহমুদের সাথে ২০ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন এবং তার সাথে রয়েছেন অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী লোকসঙ্গীত শিল্পী আলেয়া বেগম। গানের কথায় প্রিয়জনের সাথে দেখা করার আকুতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। টিকে থাকার লড়াইয়ে মানসিক শান্তির জন্য আমরা বারবার প্রিয়জনদের কাছে ফিরে যেতে চাই। আধুনিক গান ও ময়মনসিংহ গীতিকার ফিউশনের মাধ্যমে গানটিতে অত্যন্ত দক্ষতার সাথে এই আকাক্সক্ষা এবং প্রিয়জনের সাথে থাকতে না পারার আকুলতা উপস্থাপন করা হয়েছে। গানটির সুরকার ও সঙ্গীত প্রযোজক ইমন চৌধুরী বলেন, কোক স্টুডিও বাংলা’র মাধ্যমে আমরা শিল্পীরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমরা সঙ্গীতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। আর দর্শক-শ্রোতাও আমাদের সাথে একটি মন্ত্রমুগ্ধকর যাত্রায় সামিল হতে পারেন। বিভিন্ন ধারার এমন প্রতিভাবান শিল্পীদের সাথে কাজ করা আমার জন্য অনুপ্রেরণাদায়ক। গানটির দৃশ্যায়নে দেখা যায় চাঁদের আলোয় আলোকিত একটি গ্রামের বাড়ির উঠোন। যুগ যুগ ধরে এমন চাঁদনী রাতে বাংলাদেশের গ্রামের উঠোনে গানের আসরের আয়োজন হয়ে আসছে। পূর্ণিমা রাতের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে অনেক গানও সৃষ্টি হয়েছে। কোক স্টুডিও বাংলা এ ধরনের গানের আসরকে তুলে ধরতে চেয়েছে। গানে দেখা যায়, এরফান মৃধা শিবলু ও তার বোহেমিয়ান শহুরে শিল্পী বন্ধুদের দল একটি গ্রামে বেড়াতে যান, সেখানে তারা আলেয়া বেগম ও তার নারী বাউলদের দলের সাথে মিলে এই গানটি তৈরি করেন। দুই মূল শিল্পীরই নিজের ‘দোহার’ ছিল। শিবলুর সাথে ছিলেন আধুনিক বাদ্যযন্ত্রের সাথে আধুনিক ব্যাক ভোকালের দল। অন্যদিকে, আলেয়া বেগমের নেতৃত্বে ছিল নারী বাউলদের অর্কেস্ট্রা। এই প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলা বা অন্য কোনো প্ল্যাটফর্মে বাউল অর্কেস্ট্রা দেখা গেছে। মূল শিল্পীরা ও তাদের দোহার চমৎকারভাবে শহুরে গান ও লোকসঙ্গীতের সৌন্দর্য প্রকাশ করেছেন। ইমন চৌধুরী পুরো পরিবেশনাটিকে এক সুতোয় গেঁথেছেন। এরফান মৃধা শিবলু বলেন, আমি হাশিম ভাইয়ের সাথে বহু বছর ধরে কাজ করছি। তার গানের কথা খুব সাধারণ কিন্তু তা হৃদয়কে ছুঁয়ে যায়। এমন জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে তার লেখা গান গাইতে পেরে আমি খুবই আনন্দিত। আলেয়া বেগম বলেন, এই গানে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি, ময়মনসিংহ গীতিকাকে তুলে এনেছি। শহুরে সুরের সাথে আমাদের লোকসঙ্গীতের শেকড়কে মিশিয়ে আমরা জাদুকরী একটা গান তৈরি করেছি। এই গানের সাথে সবার মন নেচে উঠবে বলে আমার বিশ্বাস।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

ইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল: ফার্স নিউজের দাবি

এক সপ্তাহে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা

খুলনায় আবাসিক হোটেল থেকে পিস্তল, গুলি, ইয়াবাসহ যুবক আটক

বিপজ্জনক গুহায় দুই শিশুকে নিয়ে রাশিয়ান নারীর বসবাস, উদ্ধার করল পুলিশ

বিএমইউর ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াৎ হোসেন

টালিউডে নওশাবার অভিষেক

জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব, চাপের মুখে নেতানিয়াহু

হাসিনাকে হটানো র্যাপ-মিম-গ্রাফিতির নতুন ভাষা, বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

২০২৬ বিশ্বকাপে বড় ফ্যাক্টর হয়ে উঠতে যাচ্ছে সূর্যের উত্তাপ,সময়সূচি কি পরিবর্তন হবে?

ট্রাইব্যুনালে আনা হয়েছে আবু সাঈদ হত্যা ও লাশ পোড়ানোর মামলার আসামিদের

শাহরুখের কাছে আকর্ষণীয় নায়িকা কে?

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ লাগিয়ে আটক

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গত অর্থ বছরে কৃষি ব্যাংক বরিশালে ১১শ কোটি টাকা কৃষিঋণ সহ দেড় হাজার কোটি টাকা বিতরণ করেছে

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাকুতে ‘বিরল বৈঠকে’ সিরিয়া

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যার তদন্তের দাবি পরিবারের

পটুয়াখালীতে রাতে যুবদলের উদ্যোগে মশাল মিছিল

আসামিকে হাজতে মোবাইল সুবিধা দেয়ায় পাঁচ পুলিশ সদস্য ক্লোজড

সউদী ছেড়ে পুরোনো ঠিকানায় পিওলি