জনপ্রিয়তাকে ভয় পেয়েই বারবার প্রার্থিতা বাতিল, অভিযোগ হিরো আলমের
১৮ জুন ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম
আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৮ জুন) সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর একপর্যায়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ভোটার জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে।
এদিকে মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশনার বলেন আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারাই আছে, তারা আমাকে দেখে ভয় পায় কিনা জানি না। তারপরেও প্রার্থীতা ফিরে পাই। কিন্তু ফিরে পেলে কি করব, জয়ী হলেও ছিনিয়ে নেয়া হয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন দেয়া হয় তারা নাকি আমার ভোটার খুঁজে পায় না। তখন আমি তাদের নিজেই সহযোগিতা করি। আমরা একমাস ধরে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা পেল না। আমার ভোটারদের তারা ভালো করে খোঁজেনি।’
আপনার ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে কি না; এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘গুলশান, নিকেতন ও বনানি এলাকার ভোটারের কাছে যায়নি। কমিশন বস্তি এলাকায় গেছে। বস্তি এলাকার মানুষ পুলিশ দেখলে এমনিতেই ভয় পায়। কমিশন কড়াইল বস্তি এলাকায় গেছে। সিভিল ড্রেসে যেতে পারতো অথচ পুলিশ নিয়ে গেছে।’
প্রার্থীতা ফিরে পেতে আদালতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটের লড়াই থাকে। এর আগেও আমি হাইকোর্টে গিয়ে প্রার্থিতা নিয়ে এসেছি। এরপরে ভোটও করছি। ভোটে পাশও কিন্তু ফলাফল হয়। এরপরও যদি আমি চেষ্টা করে প্রার্থিতা নিয়ে আসি, ভোটের ফলাফল জিরো পাবো কিনা তাও জানি না।’
তার জনপ্রিয়তাকে ভয় পায় দাবি করে হিরো আলম বলেন, ‘জনপ্রিয়তাকে ভয় যদি নাহি পাবে তাহলে বার বার আমার প্রার্থিতা বাতিল কেন করা হয়। বারবার কেন আমাকে হ্যারেজমেন্ট করা হইলো। ভোটে পাশ করলেও কেন আমাকে ক্ষমতায় বসানো হয় না। প্রতিবার আমার প্রার্থিতা বাতিল করছে।’
তিনি আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোর্টে গেলে আমার প্রার্থিতা ফিরে পাবো। কারণ সব প্রমাণ আমার কাছে আছে। তবে আমি অবশ্যই আদালতে যাবো প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।’
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সে বারও তার মনোনয়ন বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন হিরো আলম। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়ার দুটি আসনের ( বগুড়া-৪ ও সদর) উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হন ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট বানিয়ে রাতারাতি ভাইরাল হওয়া এই স্বঘোষিত হিরো। এবারও তার প্রার্থিতা বাতিল হয়ে যান।
হার না মানা হিরো আলম এবারও উচ্চ আদালতে আপিল করে তার প্রার্থিতা ফিরে পান। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের আগে আরও একবার বাতিল করা হলো হিরো আলমের প্রার্থিতা। এবারও তিনি আদালতের দারস্থ হন কি না, সেটাই দেখার অপেক্ষা।
উল্লেখ্য, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। হিরো আলমের দাবি, এই আসনে সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জিতবেন। তার আগে তাকে প্রার্থিতা ফিরে পাওয়ার যুদ্ধে জিততে হবে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা
সারজিস-হাসনাতকে ট্রাকচাপায় হত্যাচেষ্টার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
দুর্ঘটনায় হাসনাত-সারজিস, সেই ট্রাকচালক আওয়ামী দোসর
হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার বিষয়ে জামায়াত আমির যা বললেন
লেবাননের পর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের নেতৃত্বকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান মাহাথিরের
ভারতের মদদেই পরিকল্পিতভাবে আইনজীবী হত্যা : মাসুদ সাঈদী
আবারও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৩ ফিলিস্তিনি
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
হাসনাত-সারজিসের স্ট্যাটাস, ‘মারবা? পারবা না’ আমরা আলিফের উত্তরসূরি
আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে : প্রধান উপদেষ্টা
যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
মনিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৈষম্য বিরোধী আন্দোলন
যশোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ায় তিন যুবক আটক
মনে রেখো-শহীদেরা মরে না, নেটদুনিয়ায় আলোড়ন
হাসনাত-সারর্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল
আইপিএল নিলামে নাম না তোলার ব্যাখ্যা দিলেন ইংলিশ অলরাউন্ডার
‘চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়’, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর