৩৮ মিনিটের দীর্ঘ লাইভজুড়ে লারা লোটাসের অঝোরে কান্না
০৭ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম
গত ৯ দিন ধরে সেভাবে কারও সঙ্গে কথা বলছেন না ছোটপর্দার অভিনয়শিল্পী লারা লোটাস। এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। তবে এই সময়ের মধ্যে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে পাওয়া গেল তাকে। গত ২৬ জুলাই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। ভেবেছিলেন প্রতিবারের মতো এবারও বাবা হাসতে হাসতে বাসায় ফিরবেন, তা আর হলো না। তাই ৩৮ মিনিটের দীর্ঘ লাইভের প্রায় পুরোটা সময় সেখানে কাঁদতে দেখা গেছে অভিনেত্রীকে। বাবার শোকে প্রতিমুহূর্তেই কান্না যেন বেড়েই চলেছিল।
লারা লোটাস লাইভে কান্না করে বলেন, ‘আব্বু ছাড়া আমার পৃথিবীটাই অন্ধকার। অনেকেই বলছেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন আমি আব্বুর অভাব আরও বেশি ফিল করছি। আব্বু যে সময়টা থেকে নেই, সেই সময় থেকে এখন পর্যন্ত একরকম হাহাকার লাগছে। যারা আমাকে পৃথিবীতে এনেছেন, তাঁরাই কাছে থাকবেন না, এটা কি কখনো হয়? প্রিয়জন হারালে না পথে থাকা যায়, বাবা হারালে না ঘরে থাকা যায়’
বাবার কাছ থেকে অনেক কিছু শিখতেন লারা লোটাস। অভিনয় কিংবা উপস্থাপনের আগে সবসময় বাবার সঙ্গে কথা বলে নিতেন। কখন, কোথায়, কীভাবে কথা বলতে হবে তা শিখিয়ে দিতেন বাবা। লারা লোটাস এ ব্যাপারে বলেন, ‘সিনিয়রদের ব্যাপারে কতটুকুই বা জানাশোনা আছে আমার। কখনো জানার প্রয়োজন হলে সবার আগে বাবাকেই ফোন করতাম। বাবা বলে দিতেন। কখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতেন অনুষ্ঠানে। তাদের সম্পর্কে জানাতেন বাবা। কার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে, সম্মান জানাতে হবে সবই বাবার কাছ থেকে শেখা। বাবা ছিলেন আমার কাছে বন্ধুর মতো। তাকে ছাড়া ভাবতে পারছি না জীবনটা।’
প্রয়াত বাবার স্মৃতিচারণায় প্রতিমুহূর্তেই কাঁদতে থাকেন। কণ্ঠে নিস্তব্ধতা, চোখে শূন্যতা। বলতে থাকেন, ‘বাবার হাসিমুখ বারবার চোখের সামনে ভাসছে। বাবা অনেক হাসতেন। বাবার হাসি ছাড়া কোনো ছবি নেই। এবার হাসপাতালে ভর্তির সময়ে বুঝতে পারছিলাম, বাবা আর বাড়ি ফিরবেন না। সকালে হাসপাতালে গেলাম। ১২টার দিকে বাবাকে সিসিইউতে নেওয়া হয়। তখনই আমার বুকটা ভেঙে যায়।’
এই সময়ে বারবার বাবার কথাগুলো মনে পড়ছিল তার। কিছুটা চুপ থেকে লারা লোটাস বলেন, ‘বাবা কয়েক মাস ধরেই আরও বেশি হাসিখুশি ছিলেন। হয়তো ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল। প্রায়ই বলতেন, “আমি তো খুব বেশি দিন থাকব না, আমি চলে যাব।” বাবা আমাকে বাবু ডাকতেন। তিনি এই কয় মাসে সবচেয়ে বেশি বলেছেন, “বাবু, তুমি সিরিয়াস হও। যে কাজটা করছ, সিরিয়াসলি কর। আব্বু তো তোমার পাশে আছে। আমি তোমার জন্য সব করব।”
লারা লোটাসের অভিনয়ের শুরুটা মা–বাবার হাত ধরে। শৈশব থেকে তাদের উৎসাহেই এত দূর আসা। চলতি এই পথে পরিবারের বাইরে অন্য কারও কাছ থেকে তেমন কোনো সহায়তা পাননি। ক্যারিয়ারের পেছনে বাবার অবদানের কথা বলতে গিয়ে কান্না যেন আর থামে না। কথা বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে আসে। কখনো চুপচাপ দুই হাত দিয়ে চোখ মুছতে থাকেন। তিনি বলেন, ‘আমার জীবনে এমন খুবই কম হয়েছে, কেউ বলছেন, “লারাকে একটা কাজ দিই। ও একসময় অনেক কাজ করেছে, তার পাশে এখন দাঁড়াই।”এই সময়ে বাবা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন। কখনো মন খারাপ হলে বুঝতে পেরেছেন। আমি বড় গলায় বলতাম, বাবা হচ্ছে বটবৃক্ষ, বাবা ছায়া। সেই ছায়া সরে গেল। বাবা ছাড়া আমাদের ভাইবোনের কাছে পৃথিবীটা অন্ধকার। বাবা, তোমার কি এতটাই চলে যাওয়ার দরকার ছিল। আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেল।’ কথাগুলো বলেই কাঁদতে থাকেন অভিনয়শিল্পী।
জীবনে চলতে হলে সবার আগে দরকার বিশ্বাস ও সততা। শৈশব থেকে মা–বাবার কাছ থেকে এমন অনেক নৈতিকতা শিখেছেন। জানালেন, বাসার সোফা, চেয়ার থেকে শুরু করে ব্যবহারের প্রতিটি জিনিস বাবার জন্য আলাদা। সেগুলো প্রতিমুহূর্তে প্রয়াত বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এ সময় তিনি আরও বলেন, ‘আমার বাবার ডায়াবেটিস ছিল। সাথে হালকা কিছু জটিলতা। কিন্তু চিকিৎসক দিনের পর দিন ভুল চিকিৎসা দিয়েছিলেন। এখন আমরা কী করব। এটা আমাদের জন্য কষ্টের একটি অধ্যায়। এই বিপদে পড়ে কাছের মানুষদের চিনেছি। বিপদে বন্ধুর পরিচয়, এটা আরও ভালো করে শিখলাম। জীবনে চলতে হলে এই শেখাটাও দরকার আছে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। সবাই মা–বাবার প্রতি শ্রদ্ধাশীল হোন। মা– বাবাকে ভালবাসুন। মা–বাবাকে কষ্ট দেবেন না। তারাই আপনার জীবনের সেরা গিফট।’ কান্নার জন্য তিনি লাইভে বারবার ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু