চমকের অভিযোগ অস্বীকার করে যা বললেন আরশ খান
০৯ আগস্ট ২০২৩, ১০:৫৪ এএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১০:৫৪ এএম
একটি নাটকের শুটিং ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নির্মাতা আদিব হাসান ও অভিনেতা আরশ খান। যে ঘটনা গড়ায় থানা পর্যায়েও। তবে এরই মধ্যে বন্ধু-সহশিল্পী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে ‘বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল’ বলে সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে বিষয়টি ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেতা আরশ খান। নিচ্ছেন চমকের বিরুদ্ধে ব্যবস্থা।
আরশ খান বলেন, ‘আমাদের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘে আজ লিখিত অভিযোগ করব। বিষয়টি নিয়ে আইনি ভাবে হেটে তাদের ছোট করতে চাই না। আশা করি, সংগঠন ভালো এবং সুন্দর একটি সমাধান দিবে। সেদিন মূল ঝামেলা হয়েছিল কিন্তু সেটে পুলিশ আনা নিয়ে। আমি যদি একই কাজ করি তাহলে তো ওর (চমক) এবং আমার মধ্যে পার্থক্য থাকল না। আমার মনে হচ্ছে চমক মানসিকভাবে আপসেট। একটা সময় গিয়ে সবাই বুঝবে মূল ঘটনা। তবে এখন আমার সম্মানহানি হচ্ছে। চমক এমনটা না করলেও পারত।’
তিনি আরও বলেন, ‘এ নাটকের প্রথম দিনের শুটিং শেষে চমক ওর গাড়ি দিয়ে আমাকে বাসায় নামিয়ে দিয়েছিল। যদি এ ধরণের ঝামেলা থাকত তাহলে কিন্তু কখনোই বাসায় নামিয়ে দেওয়ার প্রশ্নই আসত না। সবকিছু স্বাভাবিক ছিল। আসলে বিষয়টি চমকের বিপক্ষে দাঁড়াচ্ছে কারণ, শুটিংয়ের ৩৫ জনের মতো মানুষ বক্তব্য দিয়েছে সব চমকের বিপক্ষে। যার কারণে বিষয়টি নতুন একটি মোড় নেওয়ার জন্য এমনটা করছে।’
যোগ করে আরশ বলেন, ‘মাসুম (অভিনেতা মাসুম বাশার) আঙ্কেল মুরব্বি মানুষ তার সঙ্গে খারাপ আচরণ করেছে চমক। সেটি নেতিবাচকভাবে প্রভাব ফেলছে যার জন্য নতুন ইস্যু তৈরি করল। নতুন কিছু ইস্যু আসলে মানুষ আগের বিষয়টা ভুলে যাবে যেটা চমকের জন্য বেটার হবে। যার জন্য এমন কথা রটাচ্ছে।’
চমক আরশের ভালো বন্ধু সে কথা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘বন্ধুত্ব একটি মিউচুয়াল ব্যাপার। আপনি চাইলেও জোর করে করো বন্ধু হতে পারবেন না। আমি জোর করে ওর (চমক) বন্ধু হয়নি। এখানে যদি এ ধরণের ঝামেলা থাকত তাহলে বিষয়টি অনেক আগেই সামনে আসার কথা ছিল। একসঙ্গে আর কখনো কাজ হতো না। এখন আসছে কেন? সেটে কিন্তু ঝামেলা আমার সাথে হয়নি। আমি শুধু সাক্ষী দিয়েছি। যার কারণে এখন এ ধরণের কথা আসছে। বিষয়টি আমার সংগ্রামী ক্যারিয়ারে মোটেও সুখকর নয়।’
জানা গেছে, উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল গত শুক্রবার (৪ আগস্ট)। নাটকের অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, আরশ খান ও রুকাইয়া জাহান চমক। শুটিং চলাকালে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। এ নিয়ে নির্মাতা আদিব প্রতিবাদ করলে সেট ছেড়ে চলে যেতে উদ্যত হন চমক।
এ সময় নির্মাতা ও অন্য অভিনয়শিল্পীরা তাঁকে বুঝিয়ে থামানোর চেষ্টা করলে একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। বন্ধ হয়ে যায় শুটিং।
ঠিক সময়ে শুটিং শেষ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নির্মাতা আদিব হাসান। তাই এ বিষয়ে নাট্য-নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি বর্তমানে সাংগঠনিকভাবে মীমাংসার অপেক্ষায়। এরমাঝেই অভিনেত্রী চমক দাবী করেছেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। সে কারণে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে তিনিও এটা ছড়াচ্ছেন।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি