ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

পারিবারিক ও সামাজিক মূল্যবোধে নেতিবাচক আঘাত হানছে ভারতীয় সিরিয়াল

Daily Inqilab রিয়েল তন্ময়

১৬ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

একসময় বাংলাদেশ টেলিভিশনের অন্যতম আকর্ষণ ছিল নাটক। নাটক দেখার জন্য দর্শক মুখিয়ে থাকতেন। আশি ও নব্বই দশকজুড়ে যেসব ধারাবাহিক নাটক প্রচার হয়েছে, সেগুলো দেখার জন্য শুধু বাংলাদেশের দর্শক নয়, কলকাতার দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করতেন। সময় সকাল-সন্ধ্যা, ভাঙনের শব্দ শুনি, ঢাকায় থাকি, সময় অসময়, শুকতারা, সংশপ্তক, অয়োময়, কোথাও কেউ নেই, রূপনগর, আজ রবিবার, জোনাকী জ্বলে’র মতো ধারাবাহিক নাটকগুলো দর্শকের মনে আজও গেঁথে রয়েছে। সেসব ধারাবাহিকের একেকটি চরিত্র ও সংলাপ দর্শক স্মরণ করে। সময়ের সাথে সাথে নাটক নির্মাণ থেমে না থাকলেও আগের মতো সেই আবেদন এ সময়ের নাটকে খুব কমই পাওয়া যায়। ফলে দেশের চ্যানেলগুলোর ধারাবাহিক নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। বরং তাদের কাছে ভারতীয় বাংলার ধারাবাহিক নাটক ও বিভিন্ন রিয়েলিটি শো বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকে মনে করেন, এদেশে ভারতীয় চ্যানেলের সাংস্কৃতিক উপনিবেশে পরিণত হয়েছে। নীতিমালা না থাকা, সরকারের নমনীয়তা, পরিকল্পনার অভাব, দেশীয় চ্যানেলগুলোতে মান নির্ণয়ের ক্ষেত্রে দুর্বলতা ইত্যাদি নানা কারণে দেশের নাটক ও সংস্কৃতি ক্ষয়ীষ্ণু হওয়ার পাশাপাশি অর্থনীতি এবং পুরো শিল্প ঝুঁকির মুখে পড়ছে। এ ক্ষতির পাশাপাশি ভারতীয় চ্যানেলে প্রচারিত সিরিয়ালের নেতিবাচক প্রভাব পড়ছে পারিবারিক ও সামাজিক মূল্যবোধে। সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চবিত্তদের মধ্যে চলে হিন্দি ভাষায় আলাপচারিতা। ভারতীয় বাংলা নাটকের জনপ্রিয়তা শুধু টিভি পর্দায়ই সীমাবদ্ধ নেই। দীর্ঘ এই সিরিয়ালগুলোর চরিত্রের নামে পোশাক থেকে শুরু করে শিশুদের খাতার মলাটেও স্থান পেয়েছে এসব নাটকের নায়িকার ছবি। এদিকে, মানহীন নাটকের সংখ্যা বেড়ে চলছে দিনকে দিন। মাঝেমধ্যে দুয়েকটি ভালোমানের নাটক সম্প্রচার হলেও লাগামহীন বিজ্ঞাপনের কারণে দর্শক রিমোট হাতে স্থির থাকছে না। চলে যাচ্ছে স্টার প্লাস, জি বাংলা, কালারস, সনি বা স্টার জলসাতে। অন্যদিকে, বিটিভির ওপর থেকে দর্শকরা আকর্ষণ হারিয়েছে অনেক আগেই। ভরসা ছিল স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর ওপর। কিন্তু এখন সে চ্যানেলগুলোর বেশিরভাগ নাটকই গল্পহীন-অর্থহীন।

ভারতীয় সিরিয়াল নিয়মিত দেখেন ঢাকার বাসিন্দা গৃহিণী মার্জিয়া মনি। কেন ভারতীয় সিরিয়াল দেখেন জানতে চাইলে তিনি বলেন, পরিবারের সুখ-দুঃখ নিয়ে কাহিনীগুলো হয়, সেটা ভাল লাগে। রোমাঞ্চও থাকে। এছাড়াও ভারতের জামা-কাপড় এবং মেকআপও ভালো হয়। এজন্যই দেখি। তাছাড়া তাদের নাটকে বিজ্ঞাপনের বিরক্তিকর বিষয়টা থাকেনা। একটি নাটক শেষ হওয়ার সাথে সাথে অন্য নাটক শুরু হয়ে যায়। আর ভারতীয় সিরিয়ালের গল্পগুলোতে কেমন যেন একটা আকর্ষণ থাকে, তারপর কি ঘটবে সেটার জন্য উদগ্রীব হয়ে থাকি। এই ব্যাপারটাই নিয়মিত নাটকটা দেখতে বাধ্য করে। এভাবেই তাদের সিরিয়ালের প্রতি একটা ঝোঁক চলে আসছে।
দেশে কি ভালো মানের নাটক তৈরি হচ্ছে না? তাহলে কেন বাংলাদেশে ভারতীয় সিরিয়ালের এত জনপ্রিয়তা? এমন প্রশ্নের উত্তরে প্রবীণ অভিনেতা এবং নির্মাতা মামুনুর রশিদ বলেন, গত এক দশকে বাংলাদেশে প্রচুর নতুন টেলিভিশন চ্যানেল যাত্রা শুরু করেছে এবং নাটকের পরিমাণও বেড়েছে। কিন্তু সেই বৃদ্ধির সাথে সাথে মান তো বাড়েইনি বরং আরো নেমে গেছে। ভারতীয় নাটকে যারা অভিনয় করে তাদের একটি গ্রুমিং সেন্টার রয়েছে। বাংলাদেশে এমন কোন ব্যবস্থা নেই। এছাড়া, যারা ভালো অভিনয় করে, তাদের অতিরিক্ত কাজ করতে হয়। আর বেশি টাকা দিতে হয় বলে ভালো অভিনেতাদেরও নির্মাতারা নিচ্ছে না। নাট্যকার আহসান আলমগীর দ্বিমত পোষণ করে বলেন, ভারতীয় সিরিয়াল বাংলাদেশে জনপ্রিয়, কথাটি এখন আর সত্য নয়। আমি নিজে কলকাতা সিরিয়ালের শুটিংয়ে গিয়ে দেখে এসেছি, তাদের সাথে কথা বলে জেনেছি, তাদের কোন নাটকই এখন আর ৩০০ পর্বের বেশি হয় না। অথচ এই সিরিয়ালগুলো একসময় হাজার হাজার পর্ব হতো। তবে একসময় বাংলাদেশে তাদের সিরিয়ালের অনেক জনপ্রিয়তা ছিল। তাদের আজগুবি গল্প এখন আর বাংলাদেশের দর্শক গ্রহণ করে না, বরং চরমভাবে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সিরিয়ালের ও জনপ্রিয়তা কমেছে সেটা অস্বীকার করার সুযোগ নাই। এর প্রধান কারণ হচ্ছে, বাজেট এবং শিল্পী সংকট। বর্তমানে প্ল্যাটফর্ম বেড়েছে। দর্শক বেশি ঝুঁকেছে অনলাইন মাধ্যমে ইউটিউব, ফেসবুক, ওটিটি-তে। অধিক জনপ্রিয় অভিনয়শিল্পীরা অনলাইন মাধ্যমে বেশি কাজ করছেন বলে টিভি সিরিয়ালের বাজেট কমে গেছে। বাজেট কম হওয়ার কারণে জনপ্রিয় শিল্পীদের কাস্টিং করা সম্ভব হয় না। তাছাড়া বিশ্বব্যাপী সিরিয়ালগুলো হচ্ছে, ডেইলি সোপ। প্রতিদিন প্রচার হচ্ছে বলে দর্শক গল্পে আটকে যায়। কিন্তু বাংলাদেশের সিরিয়াল উল্টো পথে। এখনো অধিকাংশ চ্যানেল সপ্তাহে দুই পর্ব থেকে ৩ পর্ব নাটক প্রচার করে বলে দর্শক কানেক্ট থাকতে পারেনা। এতে বিদেশি চ্যানেলের সঙ্গে পাল্লা দেওয়া দুরূহ হয়ে পড়েছে। তবে আশার কথা হচ্ছে, কয়েকটি চ্যানেল সপ্তাহে পাঁচ থেকে ছয় পর্ব করে সিরিয়াল চালাচ্ছে বলে সিরিয়ালগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশের সব চ্যানেল যদি সিরিয়ালকে প্রতিদিনের ধারাবাহিক হিসেবে প্রচার শুরু করে তাহলে বাংলাদেশী সিরিয়াল আবারো সেই ঐতিহ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি ।
নাটক সংশ্লিষ্টরা বলছেন, আমাদের নাটকের যে ধারা তৈরি হয়েছিল, যে নিজস্ব ধারায় আমরা ছিলাম, সেখান থেকে অনেকটা পিছিয়ে গিয়েছি। আমাদের এখন নাটকের নিজস্বতা বলে কিছু নেই। একটা সময় ছিল, যখন পশ্চিমবঙ্গের দর্শক আমাদের নাটকের জন্য মরিয়া হয়ে থাকত। এখন উল্টোটা, বাণিজ্যের তোড়ে আমরা আমাদের নাট্য-সাহিত্যবোধ হারাতে বসেছি। এখন আমাদের দর্শক তাদের নাটক দেখার জন্য অপেক্ষা করে। আমাদের দেশে আগে যেসব নাটক নির্মাণ হতো, সেগুলোতে চরিত্রের উপস্থিতি দর্শকের মনে দাগ কাটতো। পারিবারিক ড্রামা বলতে যা বোঝায়, সেটির সব চরিত্র দর্শক একটি নাটকে দেখতে পেত। এখন এর দারুণ অভাব রয়েছে। একদিকে ফ্যামিলি ড্রামা নির্মাণের সংখ্যা কম, অন্যদিকে যে নাটকগুলো নির্মিত হচ্ছে, তার বেশির ভাগ তথাকথিত নায়ক-নায়িকা নির্ভর। সেখানে গল্পের প্রাধান্য থাকে কম। দর্শক খোঁজে বৈচিত্র্য। এই বৈচিত্র্য ভারতীয় সিরিয়ালে দর্শক পায় বলেই সেগুলো দেখছে। ভারতীয় সিরিয়ালে আকৃষ্ট হওয়াকে অনেকে আমাদের দেশীয় নাটকের জন্য হুমকিও মনে করছেন। আর এভাবে চলার কারণে দেশীয় টিভি নাটকের প্রতি দর্শক বিমুখতা বেড়েই চলেছে। সেসূত্রে টেলিভিশন চ্যানেলগুলোও হারাচ্ছে দর্শক। দর্শক ধরে রাখার উপায় খুঁজে বের করতে না পারলে আমাদের নাটকের ভবিষ্যত বলে কিছু থাকবে না।


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা