অশ্লীলতার অভিযোগ, পরীমনির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিস
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পরীমনির অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। তবে আগামী ৩ দিনের মধ্যে রহস্যে ঘেরা ওয়েব সিরিজটির প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিস দিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী এই নোটিস পাঠিয়েছেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ইমেইল ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যানও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান বরাবর এই নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন।
নোটিসে জয়নাল মাযহারী লিখেছেন, ‘ওটিটি প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে অত্যন্ত সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্যমতে বঙ্গবিডির ‘পাফ ড্যাডি’, চরকির ‘মাইসেল্প এলেন স্বপন’সহ অসংখ্য সিনেমা রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সকল সিরিজ কম বেশি যৌন সুড়সুড়ির দৃশ্যসহ ব্যাপকহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশীয় সংস্কৃতিবিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়।’
নোটিসে আরো লিখেছেন, ‘উক্ত মুভিতে কোনো পজিটিভ মেসেজ ছিল না। প্রদর্শিত বিষয় সমূহের মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হলো- লিভ টুগেদারকে প্রমোট করা, বিবাহ শুধু সন্তান জন্মদান ও সম্পত্তির হিসেবের জন্য বলে বিবাহকে অনুৎসাহিত করা এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে সহজ করার বর্ণনা, আধ্যাত্মিক সাধককে সেজদা দেওয়াকে প্রমোট করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা। এ ছাড়া উক্ত মুভিতে আর কোনো মেসেজ নেই। যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। বৃহৎ স্বার্থে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনার হস্তক্ষেপ একান্ত কাম্য।’
আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’র প্রদর্শনী বন্ধসহ আরও কয়েকটি নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন এই আইনজীবী। নির্দেশনাগুলো হলো, আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা, সেন্সর বোর্ড পুনর্গঠনপূর্বক তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ ও ধর্মীয় পণ্ডিত যুক্ত করা, ওটিটি প্ল্যাটফর্মসহ ইউটিউব/ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা, কোনো শৈল্পিক ছোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা, এসব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাচাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, ‘এটা দায়িত্ববোধ থেকে করেছি। আমাদের সন্তানরা কী দেখছে! এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির আওতায় সুস্থধারার চলচ্চিত্র আনুক। আমাদের সন্তানেরা যেন ওই সকল চলচ্চিত্র দেখে কিছু শিখে। এসব চলচ্চিত্রে কী শেখার আছে। আমি আশাবাদী কর্তৃপক্ষ বিষয়টি দেখে তা বন্ধ করবে।’
‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজিটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! সিরিজে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমনি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে কাহিনিতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে অবমুক্ত করা হয় এটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !
মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে