বিতর্কের মাঝে ওটিটি থেকে সরানো হল নয়নতারার ‘অন্নপূর্ণী’
১১ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম
গত ১লা ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় 'জাওয়ান' অভিনেত্রী নয়নতারার নতুন সিনেমা 'অন্নপূর্ণী'। কিন্তু মুক্তির কয়েকদিন পরেই বির্তকে জড়ায় সিনেমাটি। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিও থেকে সরিয়ে নেয়া হয়েছে 'অন্নপূর্ণী'৷ ওটিটি প্ল্যাটফর্ম থেকে 'অন্নপূর্ণী' সিনেমাটি সরিয়ে নেওয়ার পরে বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে জি স্টুডিও।
'জাওয়ান'র সুপার সাকসেসের পর ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন নয়নতারা ৷ 'অন্নপূর্ণী' মুক্তির পরেই শুরু হয় বিতর্ক ৷ শিবসেনার প্রাক্তন সদস্য হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ মেনে এফআইআর দায়ের করেন ৷ এরপরেই মঙ্গলবার (৯ জানুয়ারি) এই তামিল সিনেমাটি নেটফ্লিক্স ও জি স্টুডিও থেকে থেকে সরিয়ে নেওয়া হয়৷
সিনেমাটি নিয়ে বির্তকের শুরু সিনেমার বেশকিছু দৃশ্য নিয়ে৷ তার মধ্যে একটি হল রামের মাংস খাওয়ার দৃশ্য৷ এরপরেই বিশ্ব হিন্দু পরিষদের মুখ্যপাত্র শ্রীরাজ নাইয়ার তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি জি স্টুডিও ও সিনেমাটির নির্মাতাদের সতর্কীকরণ বার্তা দিয়ে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার দাবি জানান৷ তারপরেই জি স্টুডিওর পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয় বিশ্ব হিন্দু পরিষদের কাছে৷
চিঠিতে বলা হয়, আমরা বুঝতে পেরেছি ভুল কোথায় হয়েছে৷ আমরা কখনও কোনও নির্মাতার সৃজনশীলতায় হস্তক্ষেপ করি না৷ কিন্তু একইসঙ্গে কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাতও আমরা মেনে নেব না৷ তারা চিঠিতে আরও জানিয়েছে, সিনেমাটিকে অবিলম্বে ওটিটি থেকে সরাতে যা যা দরকার সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সিনেমাটির সহকারি নির্মাতাদের কাছেও ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের উদ্বেগের বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে৷
একই সাথে বলে দেওয়া হয়েছে, যতক্ষণ না ওই বিশেষ অংশটিকে বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ সিনেমাটি ওটিটি-তে ফের মুক্তি দেওয়া হবে না ৷ পাশাপাশি হিন্দু তথা ব্রাহ্মণদের কাছে ক্ষমা চেয়ে জি স্টুডিও জানিয়েছে, এই সিনেমার জন্য কারও যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে তারা ক্ষমাপ্রার্থী৷
উল্লেখ্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নপূর্ণী' প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ আইনি লড়াইয়ের পরে নেটফ্লিক্স ও জি স্টুডিও ওটিটি প্ল্যাটফর্ম থেকে নয়নতারার 'অন্নপূর্ণী' সরিয়ে নিল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫