ভিক্টোরিয়া বেকহ্যামের জন্মদিনে ‘স্পাইস গার্লস’র পুনর্মিলন
২২ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পিএম
ভিক্টোরিয়া বেকহ্যামের ৫০তম জন্মবার্ষিকীতে ফের এক হলেন তিন দশক আগে লন্ডনে গড়ে ওঠা গানের দল ‘স্পাইস গার্লস’ এর পাঁচ নারী। ইংলিশ পপ ব্যান্ডের এই পাঁচজন হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম, মেলানি ব্রাউন, মেলানি চিশম, এমা বান্টন ও গেরি হ্যালিওয়েল। ভিক্টোরিয়ার জন্মদিনে পাঁচ কন্যার পার্টির ভিডিও ইনস্টাগ্রামে শোয়ার করেছেন তার স্বামী ডেভিড বেকহ্যাম।
ইংল্যান্ডের সাবেক ফুটবলার বেকএম ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি কিছুই বলতে চাইছি না, কেবল বলছি, তারা আছেন।’’ মন্তব্যের ঘরে ভিক্টোরিয়া জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দারুণ একটি সন্ধ্যা ছিল। তোমাদের সাবাইকে অনেক ভালোবাসি।’’
জানা গেছে, ভিক্টোরিয়া বেকহ্যামের ৫০তম জন্মদিন উপলক্ষে গত বুধবার (১৭ এপ্রিল) লন্ডনে এক হয়েছিলেন ‘স্পাইস গার্লস’র পাঁচ কন্যা। তারা ছাড়াও ওই পার্টিতে হলিউড অভিনেতা টম ক্রুজ, অভিনেত্রী প্রযোজন সালমা হায়েক, রোজি হান্টিংটন-হোয়াইটলি এবং গর্ডন রামসের মত তারকারা উপস্থিত হয়ে আলো ছড়িয়েছেন।
জন্মদিনের ওই পার্টিতে ‘স্পাইস গার্লস’রা একসাথে তাদের ক্ল্যাসিক গান ‘স্পট’ গেয়ে মাতিয়ে দেন। ঠিক এমনই ঘটেছিল ১৯৯৭ সালে তাদের আরেক পুনর্মিলনিতে। তবে তারা সর্বশেষ একসঙ্গে পারফর্ম করেছিলেন ২০১৯ সালে।
এদিকে বেকহ্যামের ভিডিওটি দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যান্ডদলের সদস্যদের প্রতি ভক্ত অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করেছেন, কিন্তু সব ছাপিয়ে বেকহ্যামের প্রশংসা এসেছে বেশি।
কয়েক বছরের মধ্যে ‘স্পাইস গার্লস’দের ফের একসঙ্গে দেখে বেশিরভাগ অনুরাগী আনন্দিত হয়েছেন। একজন লিখেছেন, “বেকএম, আপনি নিশ্চিতভাবে একজন সেরা সোশাল মিডিয়া ম্যানেজার। আপনি জানেন মানুষ আসলে কী দেখতে চায়।’’ আরেকজনের মন্তব্য, “সংগীতানুরাগীরা এমন মুহূর্ত দেখার অপেক্ষায় ছিল, ধন্যবাদ বেকএম’’।
ভিক্টোরিয়া বেকহ্যাম, মেলানি ব্রাউন, মেলানি চিশম, এমা বান্টন ও গেরি হ্যালিওয়েলের ‘স্পাইস গার্লস’ যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। তাদের দারুণ জনপ্রিয় গান ‘ওয়ানাবি’ মুক্তি পায় ১৯৯৬ সালে। ওই গানটি তখন ৩৭টি দেশের টপ চার্টের শীর্ষস্থান দখল করেছিল। তাদের প্রথম অ্যালবাম ‘স্পাইস’ সারা বিশ্বে ৩১ মিলিয়ন কপি বিক্রি হওয়ার রেকর্ড তৈরি করে। কেবল মেয়েদের ব্যান্ড হিসেবে বেস্ট সেলিং অ্যালবামের ইতিহাস গড়ে। দ্বিতীয় অ্যালবাম ‘স্পাইস ওয়ার্ল্ড’ দুনিয়াজুড়ে ১৪ মিলিয়ন কপি বিক্রি হয়।
এরপর ১৯৯৭ সালে প্রথমবারের মত কনসার্টে আসে ‘স্পাইস গার্লস’। একটি ফিচারফিল্মেও তারা অংশ নেয় এবং পরের বছর ১৯৯৮ সালে ওয়ার্ল্ড ট্যুরে বের হয় নারীদের এই দল। ওই বছরেই দল ছেড়ে দেন গেরি হ্যালিওয়েল। ২০০১ সালে দল ভেঙে যায় । তবে ২০০৭ সালে ফের একসঙ্গে পারফর্ম করে ‘স্পাইস গার্লস’। ২০১২ সালে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্পাইস গার্লসের তারকারা একসঙ্গে গান করেন।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত