‘সারেগামাপা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Daily Inqilab বিনোদন ডেস্ক

০৬ মে ২০২৪, ১১:১০ এএম | আপডেট: ০৬ মে ২০২৪, ১১:১০ এএম

কদিন পরেই শুরু হবে ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা লিজেন্ডস’। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাছাই প্রক্রিয়া। তবে শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক। প্রতিযোগীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কদিন আগেই এক প্রতিযোগী অভিযোগ আনেন সারেগামাপার গায়ক বর্তমান বিচারক গৌরব সরকারের বিরুদ্ধে।

তার দাবি ছিল, তিনি যখন গানের অডিশন দিচ্ছিলেন, তখন গৌরব তা না শুনে বসে বসে অন্য কারও সঙ্গে গল্প আর হাসাহাসি করছিলেন। এবার আরেকজনের দাবি, তার কাছে চাওয়া হয়েছে টাকা।

 

জানা গেছে, বিষয়টি ফেসবুকে সামনে আনা ব্যক্তির নাম সুপ্রিয়। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সারেগামাপার পাঁচটি পর্বের জন্য আমার কাছে দুই লাখ রুপি দাবি করা হয়। আমি কিছু বলতে চাই সবাইকে, এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা-আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না, এই ঝাঁ-চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যটা।’

 

টাকা চাওয়ার অভিযোগের কথায় সুপ্রিয় লিখেছে, ‘হ্যাঁ, ঠিকই দেখছ তোমরা। দ্বিতীয় রাউন্ডের অডিশন দেওয়ার পর আজ সন্ধ্যায় আমার কাছে ফোন আসে এবং আমার কাছ থেকে দুই লাখ রুপি ডিমান্ড করা হয়, সারেগামাপার পরবর্তী পাঁচটা পর্বের বিনিময়ে।’

 

তিনি আরও লেখেন, ‘আমি অবাক হয়েছিলাম, খারাপ ও লেগেছিল। কারণ, এত দিন ধরে যেটা চোখের সামনে টিভিতে দেখে এসেছি, তা সবটাই সাজানো আর টাকার বিনিময়। আমি তাদের না করে দিই। কারণ, এই পরিমাণ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এ রকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। বিশ্বাস উঠে গেল এসব জিনিসের ওপর থেকে।’

 

পোস্টটি ভাইরাল হয়। দেখা যায়, নেটিজেনদের বড় একটা অংশ সুপ্রিয়র পক্ষ নিয়েছেন। তাদের দাবি, সারেগামাপা লেজেন্ডকে বয়কট করা উচিত। যেভাবে সেখানে দুর্নীতির অভিযোগ উঠছে, ঘুষ চাওয়ার অভিযোগ উঠছে, এমন অবস্থায় এই শো আগে থেকেই ফিক্সড, সেই ব্যাপারে তারা নিশ্চিত! তবে আরেকাংশ আবার মনে করেন, শুধু একটু জনপ্রিয়তা পেতে এমন দাবি করেছেন সুপ্রিয় নামে প্রোফাইল করা সেই ব্যক্তি। এত জনপ্রিয় একটা রিয়েলিটি শো-এর নাম নিয়ে নিজেকে জনপ্রিয় করার পরিকল্পনা। অনেকেই প্রমাণও চেয়েছেন সুপ্রিয়র কাছে।

 

এরপর বিষয়টি নিয়ে একটি লাইভ করেন সুপ্রিয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এপ্রিলের ২০ তারিখ বহরমপুরে অডিশন দিই। সিলেক্ট হই। ২৫ তারিখ আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকেন ডিডিআর স্টুডিওতে। বিচারকেরা আমার গান পছন্দ করেন। প্রশংসা করেন। শোনেনও তাঁরা আমার গান ধৈর্য নিয়ে। অনেকে দাবি করেছিলেন, অবহেলা করা হচ্ছে। গান শোনা হচ্ছে। আমার ক্ষেত্রে তা হয়নি। আমি একটা পজিটিভ পোস্টও করি। সেই পোস্টের দু-তিন দিনের মাথায় আমার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। বলে সারেগামাপা থেকে বলছি। একটু কায়দা করে এরা টাকা চায়। বলে, আপনি পরবর্তী পর্যায়ের জন্য সিলেক্ট হয়েছেন। তবে পাঁচটি পর্বের জন্য দুই লাখ টাকা দিতে হবে। কারণ হিসেবে বলে, স্পনসররা আমাকে প্রোমোট করবে। আর এই প্রোমোট করার জন্যই টাকাটা লাগবে। আমি রেকর্ড করতে গিয়েছিলাম। কিন্তু রেকর্ডিং অন করার অ্যালার্ট আসার সঙ্গে সঙ্গে ওরা ফোনটা কেটে দেয়।’

 

লাইভে সুপ্রিয় নামের ওই ব্যক্তি আরো বলেন, ‘এরপর আমি আমার একটা বন্ধুকে ফোন করি। সে বলে, ২০১৮ সালে ওর কাছে আড়াই হাজার টাকা চাওয়া হয়েছিল। ওর কাছে সোজাসুজি ফোন আসেনি। একজনের মাধ্যমে চাওয়া হয়েছিল।’

তবে ফেক কল হওয়ার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না সুপ্রিয়। কিন্তু তিনি জানান, অনেকেই তার এই পোস্টের পর মন্তব্যের বক্সে এসে, ইনবক্সে জানিয়েছেন, তাদের সঙ্গে ঘটেছে একই ঘটনা। সুপ্রিয়র আরও দাবি, কিছু মানুষ হুমকিও দিয়েছেন তাকে। যাদের মধ্যে নাকি রয়েছে জি বাংলার তারকারাও। তাই এই তরুণ মনে করেন, জি বাংলার উচিত তার তোলা অভিযোগের জবাব দেওয়া। যদি তিনি মিথ্যাই হন, তাহলে এত লোক কীভাবে সহমত হচ্ছেন তার সঙ্গে।

 


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

সউদীতে সাঁতারের পোশাকে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

সউদীতে সাঁতারের পোশাকে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবার নতুন নির্দেশনা বিআরটিএর

ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবার নতুন নির্দেশনা বিআরটিএর

লাঠিসোটা হাতে সড়কে অটোরিকশাচালকরা, যান চলাচল বন্ধ

লাঠিসোটা হাতে সড়কে অটোরিকশাচালকরা, যান চলাচল বন্ধ