সানি দেওলের বিরুদ্ধে প্রযোজকের চাঞ্চল্যকর অভিযোগ
০৩ জুন ২০২৪, ১০:০৫ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১০:০৫ এএম
বলিউড অভিনেতা সানি দেওল। এই অভিনেতার সিনেমা ‘গদর ২’-এর সাফল্যের পর বেশ কিছু বড় বাজেটের সিনেমার প্রস্তাবও রয়েছে তার হাত। এর মাঝেই অভিনেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বলিউড প্রযোজক সৌরভ গুপ্ত। অগ্রিম পারিশ্রমিক নিয়েও সিনেমা না করার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌরভ। সেখানেই তিনিসহ আরও বেশকজন নির্মাতা সানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
সৌরভের অভিযোগ, ২০১৬ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সানি দেওল তাঁর কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন। সিনেমাটি শুরু করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শুটিং শুরু করবেন বলে কয়েক দফা টাকা নিলেও সময় দেননি সানি। তবে সাম্প্রতিক ‘গদর ২’ ব্যাপক সাফল্যের পর তিনি আর সিনেমাটির শুটিং করবেন না বলে নির্মাতাকে জানিয়ে দেন।
সৌরভ গুপ্তের কথায়, ‘সানি দেওলের সঙ্গে ২০১৬ সালে একটি সিনেমার চুক্তি করি। সেখানে নায়ক হিসেবে তাকে ৪ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা তাঁকে এক কোটি রুপি অগ্রিম দিই। কিন্তু তিনি আমার সিনেমা শুরু করার পরিবর্তে আরেকটি সিনেমার শুটিং শুরু করেন। এরপর তিনি আমার কাছে আরও টাকা চান, এখন পর্যন্ত সানিজির অ্যাকাউন্টে আমি ২ কোটি ৫৫ লাখ রুপি দিয়েছি।’
চলচ্চিত্র নির্মাতা আরও অভিযোগ করেছেন যে সানি দেওল তার কোম্পানির সঙ্গে ২০২৩ সালে একটি জাল চুক্তি সই করেছিলেন। তিনি বলেন, ‘আমরা যখন চুক্তিটি পড়ি, তখন আমরা দেখি চুক্তিপত্রটির মাঝের একটি পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে। যেখানে ফি-এর পরিমাণ চার কোটি রুপি থেকে বাড়িয়ে আট কোটি রুপি এবং মুনাফা বাড়িয়ে ২ কোটি রুপি করা হয়েছে। যা আমাদের হতবাক করে।’
সৌরভ গুপ্ত আরও জানিয়েছেন, তিনি সানি দেওলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। গত ৩০ এপ্রিল সানি দেওলকে নোটিশ দিয়েছে পুলিশ। তাঁর অফিসে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই সময় তিনি শহরের বাইরে ছিলেন বলা হয়েছে।
‘জানওয়ার’ (১৯৯৯) এবং ‘আন্দাজ’ (২০০৩) এর মতো সিনেমার জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শনও একই সংবাদ সম্মেলনে সৌরভ গুপ্তর সমর্থনে উপস্থিত ছিলেন। তিনি সেখানে অভিযোগ করেন তিনিও সানি দেওলের সঙ্গে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
সুনীল বলেন, ‘সানি দেওল আমার ‘‘অজয়’’ সিনেমার স্বত্ব কিনেছেন। তিনি আমাকে শুধুমাত্র ভারতের বাইরে প্রদর্শনের জন্য অর্থ প্রদান করেন। বাকি অর্থ তিনি আমাকে কখনো পরিশোধ করেননি। পরে সানি আমাকে তাঁর সঙ্গে একটি প্রোজেক্টে কাজ করার অনুরোধ করেন এবং বলেন, ‘‘আমাকে বিশ্বাস করুন, আমাকে সাহায্য করুন’’ এবং পরে আমার কাছ থেকে আবারও টাকা দাবি করেন।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ