দুর্নীতির মামলায় ইডির জেরার মুখে ঋতুপর্ণা
২০ জুন ২০২৪, ১০:৫৬ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১০:৫৬ এএম
রেশন দুর্নীতিতে নাম জড়াতেই টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাফ জানিয়ে দিয়েছিলেন এসব ষড়যন্ত্র। তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না। কিন্তু তাতে মন গলেনি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। একাধিকবার ডাক পাঠানো হয় অভিনেত্রীকে। অবশেষে সাড়া দিতেই হলো। বুধবার (১৯ জুন) রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে সিজিও কমপ্লেক্সে হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।
ঋতুপর্ণার হিসাবরক্ষক জানিয়েছেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব দেখতে চেয়েছিলেন ইডির কর্মকর্তারা। এ সব নথিপত্র নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু অভিনেত্রীর সব হিসাব আমি দেখাশোনা করি, তাই বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে এখানে আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দফতরে হাজির হয়েছিলেন।
আর প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের ঋতুপর্ণা বলেন, ‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’
ঋতুপর্ণার বিরুদ্ধে ইডির অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের সুবিধাভোগ করেছিলেন ঋতুপর্ণা। এই বিষয়ে বিস্তারিত জানতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এদিকে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।
ইডির দাবি, বাকিবুর একটি সিনেমায় লগ্নি করেছিলেন, যেখানে অভিনয়ের জন্য ঋতুপর্ণা কয়েক লাখ রুপি অগ্রিম নিয়েছিলেন। তবে সেই সিনেমায় তিনি কাজ করেননি। এ টাকা ঋতুপর্ণা ফেরত দিয়েছিলেন কিনা, তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
এর আগে ইডি থেকে ডাক পাঠানো হলে ঋতু বলেছিলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’’
বিষয়টি অপমানজনক উল্লেখ করে নায়িকা আরও বলেছিলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”
উল্লেখ্য, এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়-ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাকে। একই অভিযোগে সেসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক