জীবন্ত কিংবদন্তি অভিনেতা আরিফুল হক
১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
সংস্কৃতি অঙ্গণের এক জীবন্ত কিংবদন্তী আরিফুল হক। তিনি শুধু একজন প্রথিতযশা অভিনেতাই নন, একজন সুলেখক এবং কলামিস্ট। গুণী এই মানুষটি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সপরিবারে কানাডায় বসবাস করছেন। গত ১১ অক্টোবর তিনি জীবনের ৯০ বছর অতিক্রম করেছেন। বিদেশে বসবাস করলেও দেশের জন্য সবসময় তাঁর মন কাঁদে। মাঝে মাঝে মনের টানে দেশে আসেন। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন। এরপর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন বলে ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে সম্ভব হয়নি। আরিফুল হক প্রায়ই বলেন, ‘আর মায়ায় জড়াতে চাই না, কারণ জানি না আর দেখা হবে কী না এদেশের মানুষের সঙ্গে, এদেশের মাটির ধুলোর পথে আর হাঁটা হবে কিনা জানা নেই, এদেশের দর্শকের জন্য অভিনয় করা হবে কিনা তাও জানা নেই। তাই দেশে ফিরলে এমন ভাবনায় মন কেঁদে উঠে। জন্মেছি বলেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এখন বয়সের কারণে মনে হয়, চলে যাবার সময় এসেছে, তখন আর মন চায়না এই পৃথিবীর মায়া কাটিয়ে সবাইকে ছেড়ে চলে যেতে। বারবার সেইসব প্রিয় মুখগুলোর কাছেই থেকে যেতে মন চায়। আরিফুল হক ১৯৩৪ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোটবেলায় সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন। তাই পড়ালেখার পাশাপাশি কলকাতার ‘দক্ষিণী’ সঙ্গীত বিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীতের উপর চার বছরের ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছিলেন বিভিন্ন ওস্তাদের কাছ থেকে। নজরুল সঙ্গীতে তালিম নিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে। ১৯৬৪ সালে কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। এখানে এসেও স্বপ্ন ছিলো নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার। কিন্তু অডিশন দেয়ার পর নানা জটিলতার কারণে হয়নি। একসময় টেলিভিশনে অভিনয়ের তার সুযোগ আসে। এরপর থেকে অভিনয়েই নিজেকে জড়িয়ে নেন। প্রতিষ্ঠিত হন অভিনেতা হিসেবে। অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করে নেন। বাংলাদেশের অভিনেতাদের মধ্যে তিনিই একমাত্র অভিনেতা যিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন। ‘উত্তরায়ণ’ চলচ্চিত্রে তারা অভিনয় করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন বিভূতি লাহা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোÑ ‘লালন ফকির’, ‘সারেং বউ’, ‘বড় বাড়ির মেয়ে’, ‘সূর্য কন্যা’, ‘সুন্দরী’, ‘সখি তুমি কার’, ‘কথা দিলাম’, ‘নতুন বউ’, ‘এখনই সময়’, ‘পিতা মাতা সন্তান’, ‘তোমাকে চাই’ ‘দেশপ্রেমিক’, ‘ঘৃণা’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি। তিনি নাটক ও সিনেমায় বহুমুখী চরিত্রে অভিনয় করেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
'নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ট্রাম্পকে হাসিনার অভিবাদন, বাংলাদেশ প্রসঙ্গে নোংরা খেলায় কঙ্গনা রানওয়াত'
ফর্মে ফিরতে বাবরকে কোহলির পথে হাঁটতে বললেন পন্টিং
মেরিটাইম সেক্টরে বিদেশীদের বিনিয়োগের আহবান উপদেষ্টার
সাঁতারে আক্ষেপের নাম ‘ইলেক্ট্রোনিক্স স্কোরবোর্ড’!
সাবিনাদের জন্য শনিবার পুরস্কার ঘোষণা করবে বাফুফে
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৩
সর্বনি¤œ হজ প্যাকেজ ৫ লাখ ১৮ হাজার টাকা ঘোষণা
যশোরে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড
৭ নভেম্বরের চেতনাকে যারা ধারণ করে না, তারা গণতন্ত্রের শত্রু - ডা.মাজহার
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার ২ সেকেন্ডের মধ্যেই কার চাকরি খাবেন ট্রাম্প?
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস; চব্বিশের প্রেরণা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাগপার আলোচনা সভা
মানুষের মতোই কথা বলবে, আচরণ করবে এআই!
আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
পরিবহনব্যবস্থা
রমজানের নিত্যপণ্য আমদানিতে ব্যাংকে লাগবে না নগদ অর্থ: গভর্নর
ময়নামতি ও বসুরহাটে ইউসিবির দুই নতুন শাখা উদ্বোধন
অন্তর্বর্তী সরকারের তিন মাস : সাফল্য ও ব্যর্থতা
৫ আগস্টের আয়নায় দেখা ৭ নভেম্বর
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন