সালমানকে ক্ষমা চাওয়ার হাস্যকর প্রস্তাব
১৫ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম

আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলিউড তারকা সালমান খানের। গুঞ্জন উঠেছে এই ঘনিষ্ঠতার কারণেই মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন এ মন্ত্রীর। কেননা সালমানকে প্রাণনাশের হুমকিদাতা বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করে নিয়েছে এ হত্যার। তাই সালমানকে নিয়ে সংশয়ে ভারতীয় প্রশাসন, বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। এবার প্রাণ বাঁচাতে বিষ্ণোই গ্যাংয়ের কাছে ক্ষমা চাইতে পরামর্শ দিলেন দেশটির বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নিজের এক্স হ্যান্ডেলে ভাইজানকে ট্যাগ করে হরনাথ লিখেছেন, ‘প্রিয় সালমান খান, যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েওছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে এবং বহুদিন ধরে বিষ্ণোইদের আক্রোশ আছে আপনার ওপরে।’
এরপর লেখেন, ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে নিজের এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’
এদিকে বাবা সিদ্দিকি হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং একটি খোলা চিঠির মাধ্যমে সালমান ঘনিষ্ঠদের সতর্ক করেছে। সেখানে লেখা, “সালমান খান, আমরা কিন্তু এই যুদ্ধ চাইনি। কিন্তু তোমার জন্য আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে।”
এরপর লেখা হয়েছে, “আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু যারাই সালমান ও দাউদ বাহিনীকে সাহায্য করেন, তাদের সাবধান হওয়া উচিত। আমাদের দলের কোনো ভাইকে যদি মরতে হয়, তার উত্তর আমি দেব। প্রথম আক্রমণটা কখনওই আমরা করি না।”তবে সালমান ক্ষমা চাওয়ার ব্যাপারে কিছু জানাননি।
উল্লেখ্য, সালমানকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন এই গ্যাং। অভিযোগ আছে, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে গিয়ে একটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারেন সালমান খান, এরপর সেটির মাংস রান্না করে খান। এই হরিণকে দেবতা হিসেবে পূজা করে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়।
ফলে গত ২৬ বছর ধরেই সালমান খানের ওপর আক্রোশ এই সম্প্রদায়ের লোকদের। বিষ্ণোই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জেলে বন্দি থাকা অবস্থাতেই গত এক বছরে একাধিকবার সালমানকে খুনের হুমকি দিয়েছেন। কখনো বাড়িতে চিঠি পাঠিয়ে, কখনো বা ইমেইলে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

আগের সরকার চিফ জাস্টিসকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমরা তেমন সরকার নই

চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি

আনিসুল হককে গণধোলাই

প্রসঙ্গ : রাষ্ট্রীয় সফর!

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

তারেক রহমানের নজরদারিতে নেতারা

কিশোর গ্যাং, মাদক ও ড্রেজার বন্ধে ব্রাহ্মণপাড়ায় কঠোর থাকবে প্রশাসন

কুমিল্লায় দুই প্রতিষ্ঠান গুনলো লক্ষাধিক টাকা জরিমানা

মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারো গুলি

প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন : মূল ঘাতক গ্রেফতার

বিচারক নিয়োগের অধ্যাদেশ রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক

মূল ধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার Ñশিক্ষা উপদেষ্টা

সীমান্তে বিএসএফের হত্যা বন্ধে জোরালো প্রতিবাদ করতে হবে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

স্ত্রীসহ বাগেরহাটের বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ

তুরিন-মুরাদ-মশিউর-নজরুল নতুন করে গ্রেফতার

‘পাকিস্তানের পাশে ২ কোটি শিখ’, ভারতকে হুমকি পান্নুনের

স্ত্রীর খোঁজ রাখেন না উপদেষ্টা!