'ডিডি একা নয় হলিউডে এমন অসংখ্য রাঘব-বোয়াল রয়েছে ধরাছোঁয়ার বাইরে'
১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
শন 'ডিডি' কম্বস একা নন, প্রাক্তন মডেলের দাবি শন ডিডি একা নয় হলিউডে তাঁর মতো অসংখ্য লোক রয়েছে। সম্প্রতি শন 'ডিডি' কম্বস যৌন হয়রানি, দুর্নীতি এবং পতিতাবৃত্তির উদ্দেশ্যে নারী পাচারের মত গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারে আটক রয়েছেন। যদিও এসব অভিযোগকে তিনি সরাসরি অস্বীকার করেছেন।
সেই জের ধরেই সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন এই মডেল। তিনি বলেন, শোবিজে শন ডিডির মতো নোংরা মানসিকতার আরও অনেকেই অগোচরে রয়েছে।
জানা যায়,প্রাক্তন মডেল প্রেশাস মুইর, ডিডির আয়োজিত একটি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। সেই পার্টির কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন যে শোবিজে এমন প্রতারণা অহরহই ঘটে থাকে, কেবল ডিডিই নয় আরও অনেক রাঘব বোয়ালরা রয়েছে।
ডিডি ছিলেন এমন নোংরা পার্টির রাজা, একথা আমার না বরং ডিডি নিজেই বলেছিলেন যে, ‘ডিডির পার্টির মতো এমন চকমকে কোনো পার্টি নেই'।
মুইর দাবি করেন, ডিডিরা একদিনে হয় না। ডিডির এমন অপ্রত্যাশিত আচরণ জন্মগতভাবেই আসেনি বরং তিনিও কেউকে না কেউকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন। সে এমন একটি জীবন ধারায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যেখান থেকে চাইলেও আর ফেরা সম্ভব নয়,এই কথাটিই আমি মানুষকে বোঝাতে চাই।
অন্ধকার জগতের এই সঙ্গীত তারকা বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। যেখানে যৌন হয়রানি, দুর্নীতি এবং পতিতাবৃত্তির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। যদিও এ বিষয়ে ডিডি স্পষ্ট বলেছেন, তিনি এ ধরনের কোন অপকর্মে যুক্ত নয়,তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র ফাঁসিয়েছে।
অভিযোগ রয়েছে, শন ডিডি কম্বস বছরের পর বছর ধরে সহযোগী এবং কর্মচারীদের একটি নেটওয়ার্ক তৈরি করেছিল যাদের সহায়তায় মহিলাদের জোরপূর্বক নির্যাতন করা হতো, এমনকি ভয় দেখিয়ে ও অত্যাচারের মাধ্যমে ভুক্তভোগীদের চুপ করিয়ে রেখেছিলেন ডিডি। এছাড়াও অপহরণ, অগ্নিসংযোগ এবং শারীরিক হেনস্তারও অসংখ্য অভিযোগ রয়েছে এই র্যাপারের বিরুদ্ধে।
জানা যায়, টেক্সাসের অ্যাটর্নি টনি বুজবির দায়ের করা একাধিক দেওয়ানি মামলায় রীতিমতো নাজেহাল অবস্থা ডিডির। সম্প্রতি ব্যাডবয় খ্যাত এই তারকার আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে, ডিডিকে যে কারাগারে রাখা হয়েছে তার অবস্থা খুবই নাজুক এবং যেকোন সময়ে হামলাও হতে পারে ডিডির উপর। এছাড়াও জানা যায়, ফেডারেল ডিটেনশন সেন্টারে ২০২৫ সালের ৫ মে নির্ধারিত দিনে বিচারের অপেক্ষায় রয়েছেন ডিডি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা