মানুষের ভয় কি কেবল অদৃশ্য শক্তিতেই? চরকিতে আসছে '২ষ'
১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
মানুষের ভয় কিসে? ভয় কি কেবল অদৃশ্য শক্তিতেই? মানুষের মাঝে ভয় বাসা বাঁধে বহুবিধ কারনেই। পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে নানা রকম ভয়ে প্রকম্পিত হয় বুক। বিশ্ব আবহে ভয় আর দূরের কোন বস্তু নয় বরং তা মহামারির মতো ছড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়। সম্প্রতি এরকম চিন্তা থেকেই নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’।
সিরিজটি নির্মাণ করেছেন প্রখ্যাত কথা সাহিত্যক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। চার পর্ব বিশিষ্ট সিরিজের প্রথম পর্ব ‘ওয়াক্ত’ যা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে আগামী ১৮ই ডিসেম্বর রাত ১২টায়।
চলতি মাসের ১২ ডিসেম্বর বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেলার। ওটিটি প্লাটফর্ম চরকির ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে সিরিজটি মুক্তির তারিখ। পরবর্তীতে একে একে মুক্তি পাবে পরের পর্বগুলো।
পর্বগুলো কবে আসবে আসবে, তা জানিয়ে দেওয়া হবে চরকির সোশ্যাল হ্যান্ডলগুলোতে। সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। যেখানে প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।
এ বিষয়ে নুহাশ হুমায়ূন জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’-তে।
তাছাড়া ‘ওয়াক্ত’ পর্বটিতে থাকছে ৫ বন্ধুর ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প। পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি রয়েছে দর্শকদেরও অংশগ্রহণ। চরকির ফেসবুক থেকে করা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে পাওয়া নামের সঙ্গে নির্মাতার ইচ্ছা যুক্ত করে দেওয়া হয়েছে এ নামগুলো।
প্রথম সিজন ‘পেট কাটা ষ’-এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। ২০২২ সালে চরকিতে মুক্তি পাওয়া সিরিজটি পায় জনপ্রিয়তা। দ্বিতীয় সিজন মুক্তির খবরে আবারও নড়েচড়ে বসেছেন ভক্তরা। অধিকাংশ দর্শকই জানতে চাচ্ছেন সিরিজটি মুক্তির তারিখ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো তাদের। অনেকেই সিরিজটির পর্বগুলোর নামের প্রশংসা করেছেন।
‘ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ’—ট্রেলারের এ সংলাপ যেমন রহস্যময়, তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সেই উত্তর না পাওয়া গেলেও নুহাশ হুমায়ূন বলেন, ‘দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় বা চেহারা-অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ নুহাশের মতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ষ’-এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন বলে জানান নুহাশ।
সিরিজটির এই পর্বে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। ‘ভাগ্য ভালো’-তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
চবিতে গুপ্ত হামলার বিচারের দাবিতে মূল ফটক অবরোধ
ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ সফলভাবে সম্পন্ন
সাবেক আইনমন্ত্রীর বিশেষ বার্তা!
ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
দ্রুত রূপপুর প্রকল্পের কাজ সম্পন্ন করতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
শেখ পরিবারের সিনেমায় ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়
বিএনপি ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে : ড. জালাল উদ্দিন
তৃতীয়বার রয়েল ক্লাব লিঃ এর সভাপতি হলেন জহির রায়হান
ভৈরবে ২৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের এলাকাবাসীর সাথে মতবিনিময়
সিলেটে আ'লীগের সাবেক এক কেন্দ্রিয় নেতাকে অপহরণ ও হামলা : সত্যতা নিয়ে ধূম্রজাল !
ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারপরও ভারতের মাথায় হাত!
'হাউ সুইটের শুটিং সেটে আহত অপূর্ব-ফারিন-পাভেল, যা বললেন ফারিণ'
ছাতকে কর্মী সভায় সাবেক এমপি কলিম উদ্দিন মিলন-প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিন
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছেন তারেক রহমান: ওয়াহাব আকন্দ
বাঘায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কালাম
আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদামুক্ত -এডভোকেট এসএম কামাল উদ্দিন
আমরা চাই মানুষ তার সমন্ত অধিকার ফিরে পাবে - সাঈদ সোহরাব
শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা আঃ গফ্ফার মোল্লাকে রাষ্টীয় মর্দাযাদায় দাফন