মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশি নিহত
১৩ মার্চ ২০২৪, ১২:১৪ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৪, ১২:১৪ পিএম

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানের জালান পেকান-কুয়ান্টানে সোমবার মধ্যরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বিদেশি ডাকাত নিহত হয়েছে। এদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তারা দেশটিতে বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেন্ট্রো গ্যাং-এর সদস্য বলে সন্দেহ পুলিশের।
মঙ্গলবার পাহাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সে (আইপিকে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দেশটির অনলাইন দা স্টার অনলাইন সরকারি সংবাদ সংস্থা বারনামা’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ৩৪ থেকে ৪৪ বছর বয়সী সন্দেহভাজন দুই ভিয়েতনামের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক, যার বয়স ৩৮ বছর। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।
পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, সন্দেহভাজন ব্যক্তি প্রোটন ওয়াজা টাইপ গাড়িতে চড়েছিল, সেটি পরবর্তীতে ধরা হয় এবং সাত রাউন্ড গুলিসহ একটি (Glock-১৭) টাইপ পিস্তল পাওয়া যায় এবং জব্দ করা হয়। চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে দুটি ম্যাচেট ব্লেডও রয়েছে।
এদিকে তিনজন বিদেশি নিয়ে গঠিত সেন্ট্রো গ্যাং, গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক এবং পাহাংয়ে সোনার দোকানের বেশ কয়েকটি ডাকাতি এবং চুরির সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধীদের এই গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত পদ্ধতি হলো স্বর্ণের দোকানে ভাঙার জন্য ছুটির দিনগুলো ব্যবহার করার পাশাপাশি সহিংসতা ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের আক্রমণ করা এবং ছিনতাই করা।
পাহাং পুলিশ প্রধান আরও বলেন, সোমবার সেলাঙ্গর এবং পাহাং অপরাধ তদন্ত বিভাগের সদস্যদের একটি দল যারা একটি যৌথ অভিযান চালিয়েছিল। তারা রাত সাড়ে ১১টার দিকে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড, পেকানের এলাকায় একটি সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি শনাক্ত করতে সক্ষম হয়েছিল।
তিনি ব্যাখ্যা করেছেন যে- তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, সন্দেহভাজন গাড়িটি থামার আগে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। যখন (পুলিশ) কর্মীরা এটি পরিদর্শন করতে নেমেছিল, সন্দেহভাজন বেশ কয়েকটি গুলি চালায়।
সংশ্লিষ্ট পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় এবং গাড়িতে থাকা সন্দেহভাজনকে আঘাত করে বলে জানান তিনি। ইয়াহায়া আরও জানান, ঘটনার আগে সন্দেহভাজন ব্যক্তি পেকান এলাকায় অপরাধ করার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সন্দেহভাজনদের মধ্যে একজন (বাংলাদেশি নাগরিক) বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, যিনি এই দেশে বসবাস করছেন। তার নিজের নামে নিবন্ধিত গাড়ির উপর ভিত্তি করে পুলিশ সন্দেহ করেছে বলে উল্লেখ করা হয়।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মানবিক করিডোরের নামে সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারে জড়াতে চায় যুক্তরাষ্ট্র: ফরহাদ মজহার

বাস থামিয়ে নামাজ আদায়, সাসপেন্ড করা হল সেই চালককে!
দলে ফিরলেন স্টোকস

দু’দশকের রাজত্বের ইতি! সোমবার থেকে আর চলবে না স্কাইপ

বগুড়ায় আসাদুল হাবিব দুলু তরুনরা চায় বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ

আ.লীগকে নিষিদ্ধ করতে রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা

কমলনগরে যুবদলের প্রতিনিধি সভায় 'দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি'

যুগোপযোগী ও আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করা হচ্ছে সিকৃবিতে- ভিসি ড. আলিমুল ইসলাম

আ'লীগ গনতন্ত্র গলাটিপে শেষ করেছে, বিএনপি সেই গনতন্ত্র পুনরুদ্ধার করেছে - ইঞ্জি. মমিনুল হক

বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার সম্মেলন আগামীকাল

ঢাকা লিগ রাঙিয়ে ইমার্জিং দলে ওয়াসি

আলিয়া মাদরাসাগুলো দ্বীনি শিক্ষায় সঠিক ভূমিকা রাখছে : কুমিল্লায় আলজেরিয়ার রাষ্ট্রদূত

ভারতে নিষিদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল

বিএনপির সফলতাকে বাঁধাগ্রস্থ করতে অদৃশ্য শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে

সিংগাইরে পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবেই -আমান উল্লাহ আমান

কারও কারও কথা শুনে মনেহয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ!

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কলাপাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত দুই, আহত চার

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে তরুণ ফুটবলারের মৃত্যু