কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৯ মে ২০২৪, ০৮:১৭ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ০৮:১৭ এএম

‘এখানে এখন আমরা কেউ নিরাপদে নেই। যেখানেই ফরেন পাইতেছে, সেখানেই মারতেছে। এখানে পুলিশ আছে, কিন্তু তারা আমাদের কাউকে সাহায্য করছে না’

শনিবার (১৮ মে) বিকেলে এ কথাগুলো বলেন কিরগিস্তানে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম।

তিনি জানান, কিরগিস্তানের স্থানীয়রা বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি ও মিশরীয়সহ সকল বিদেশী শিক্ষাথীদের ওপর শুক্রবার রাতে আক্রমণ করেছে।

এই আক্রমণে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশী নাগরিক নিহত হয়েছেন ও অনেকে ধর্ষণের শিকার হয়েছেন বলে শুনতে পেয়েছেন শিক্ষার্থীরা। যদিও এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি।

এসব হামলার প্রতিবাদে পাকিস্তানের কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশও হয়েছে।

বাংলাদেশী শিক্ষার্থীরা যা বলছেন
শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে কিরগিস্তানে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ প্রায় ১০টি দেশের ১৫ হাজারের মতো শিক্ষার্থী আছে। তবে এর মাঝে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০ জনের বেশি।

বাংলাদেশী শিক্ষার্থীদের এক তৃতীয়াংশ, মানে আনুমানিক ৩০০ জন দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লেও বাকি প্রায় সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

 

সিয়াম বলেন, ‘আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার কারণে নিরাপদে আছি। কিন্তু যারা প্রাইভেট মেডিক্যাল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশুনা করছে, তারা নিরাপদে নাই।’

তিনি জানান, ‘গতকাল রাত ৮টার দিকে হামলার ঘটনাটি ঘটে। তারপর রাতভর কিরগিস্তানের রাজধানী বিশকেককের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে স্থানীয়রা আক্রমণ করে। তারা প্রাইভেট হোস্টেলগুলোতে ঢুকে ছেলে-মেয়ে কিছু ভেদাভেদ না করে সবার গায়ে হাত তুলেছে। এমনও শুনতেছি যে এখন পর্যন্ত অনেকেই ধর্ষণের শিকার হয়েছে। এদের মাঝে বাংলাদেশী আছে কি না, জানি না। আর ছয় জনের মতো মারা গেছে, কোন কোন দেশের তা জানি না এখনো।’

তিনি আরো বলেন, তবে ‘নিহতদের একজনের মুখমণ্ডল বাংলাদেশীর মতো বোঝা যাচ্ছে। কিন্তু আমরা কনফিউজড।’

 

এই শিক্ষার্থী আরো জানান যে হোস্টেলের পরিবর্তে যারা বাসায় থাকছেন, তারা অপেক্ষাকৃত নিরাপদ।

 

কিরগিস্তানের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন আরেক বাংলাদেশী শিক্ষার্থী আফরিন আক্তার অনন্যা। তিনি জানান, ‘গতকাল রাতে হোস্টেলে ঢুকে বিদেশীদের মারধর করে স্থানীয়রা। কী কারণে মারধর করে, তা আমরা এখনো জানি না।’

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের সামনেই এই মারধরের ঘটনা ঘটছে। কিন্তু ‘প্রশাসন এখানে নীরব’।

কিরগিস্তানে কোনো বাংলাদেশ দূতাবাস না থাকায় শিক্ষার্থীরা উজবেকিস্তানে থাকা বাংলাদেশী দূতাবাসে যোগাযোগ করেছে। তারা আশ্বাস দিলেও ‘এখন পর্যন্ত ফলস্বরূপ কিছু পাইনি’ বলে জানান তারা।

কিরগিস্তানে অধ্যয়নরত সৈয়দ রাকিবুল ইসলাম নামক এক বাংলাদেশী শিক্ষার্থী বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘গতকাল রাতে এখানে অবস্থা ভয়াবহ ছিল। পাকিস্তানি, ইন্ডিয়ান ও বাংলাদেশী শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা অতর্কিত হামলা চালায়। রাত ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই হামলাটি চলে। আট শতাধিক মানুষ ভাঙচুর করেছে। যারা হোস্টেলে ছিল…বাংলাদেশী শিক্ষার্থী, ছেলে-মেয়ে, সবার ওপর হামলা চালায়।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা যেন ঘর থেকে বের না হয়।

তিনি বলেন, ‘কারণ বাইরে বের হলেই স্থানীয়দের সাথে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আজকের রাতটা গতকাল রাতের মতো ভয়াবহ রূপ ধারণ করবে কি না, সে নিয়ে আমরা আতঙ্কিত।’

 

এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কী?
কিরগিস্তানে অধ্যয়নরত একাধিক দেশের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের বিবাদের বিষয়ে বিবিসি কথা বলেছে এবং তাদের কাছে ঘটনার সূত্রপাত সম্বন্ধে জানতে চেয়েছে।

তারা প্রত্যেকেই বলেছেন যে তারা নিশ্চিত নন যে কী ঘটেছে। তবে তারা ‘শুনেছেন’ যে মিশরের কিছু নাগরিকদের সাথে কিরগিস্তানের স্থানীয়দের সাথে ঝামেলা তৈরি হয়েছে এবং তারপরই এই অবস্থা।

এ সম্বন্ধে জানতে চাইলে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আপনাদের মতো আমরাও একই বিষয় শুনেছি।’

মূলত, মিশরীয়দের সাথে স্থানীয়দের সাথে গণ্ডগোল হয় গত ১৩ মে এবং সেই ঘটনার সূত্র ধরেই পরবর্তীতে স্থানীয়রা মিশরীয়দের ওপর আক্রমণ করে।

ইসলাম বলেন, ‘এটি (১৩ তারিখের ঘটনা) যেহেতু ফেইসবুকের মাধ্যমে পোস্ট-টোস্টও হয়, তাই স্থানীয়দের ভেতর একপ্রকার উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার ফলশ্রুতিতেই তারা গতকাল রাতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। বিশেষ করে যারা ডরমিটরিতে আছেন, তাদের ওপর।’

এই ঘটনার কারণে অনেক শিক্ষার্থীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তাদের মাঝে ‘বাংলাদেশী কেউ আছে, এরকম কিছু শোনা যায়নি’ বলেও উল্লেখ করেন তিনি।

 

তবে কিরগিস্তানে এরকম ঘটনা আগে ঘটেছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন যে এর আগে ঘটেছে কি না, সে বিষয়ে তিনি জানেন না। তবে সাম্প্রতিক সময়ে এবারই প্রথম এমনটা হল।

দূতাবাস কী বলছে
কিরগিস্তানে যেহেতু বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তাই উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশী দূতাবাস থেকে কিরগিস্তান সংক্রান্ত সবকিছু দেখভাল করা হয়।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন যে তারা ইতোমধ্যে অনেক বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।

তিনি বলেন, ‘এই ঘটনার কারণে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী শিক্ষার্থী অসুস্থ হয়েছে বা মারাত্মকভাবে আহত হয়েছে, এমন কোনো রিপোর্ট আমরা কারও কাছ থেকে পাইনি।’

তবে শিক্ষার্থীদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে এবং ‘তারা এখনো প্যানিকড’।

ইসলাম বলেন যে বাংলাদেশ দূতাবাস থেকে কিরগিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে এবং ‘তারা আমাদের আশ্বস্ত করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তারা এটাও বলেছে যে তাদের কাছে বাংলাদেশী কোনো শিক্ষার্থী হতাহত হওয়ার রেকর্ড নাই।’

এছাড়া, কিরগিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশ দূতাবাসকে বলেছে যে, কোনো শিক্ষার্থীর যদি জরুরি কোনও প্রয়োজন হয়, তাহলে তারা শিক্ষার্থীদের সহযোগিতা করবে।

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের এটাও বলেছি যে আপনারা যারা প্যানিকড থাকবেন, আপনারা যদি আপনাদের ঠিকানা আমাদের সাথে শেয়ার করেন, তাহলে সেটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব। আমরা তাদেরকে অনুরোধ করব, যাতে আপনাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা তারা করে।’

একইসাথে, দূতাবাসের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আপাতত নিরাপত্তার স্বার্থে ঘরে থাকতে এবং পরিস্থিতি অবলোকন করতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘যদিও ওখানে যারা আছে, তারা বলেছে যে পরিস্থিতি এখন অনেকটা শান্ত। সরকারিভাবে বলা হচ্ছে-পরিস্থিতি আন্ডার কন্ট্রোল, অনেকটা স্টেবল।’

 

কিরগিস্তানের সরকার কী পদক্ষেপ নিয়েছে?
কিরগিস্তানের জাতীয় সংবাদ সংস্থা ‘কাবার’ জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জাতিগত সহিংসতা উসকে দেয়ার চেষ্টার নিন্দা করেছে দেশটির মন্ত্রীসভা।

বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে মিথ্যা হিসেবে উল্লেখ করেছে সেদেশের মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং সব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।

কাবার তাদের প্রতিবেদনে আরো উল্লেখ করেছে যে দেশটির রাজধানী বিশকেকের বুডিনোগো সড়কের একটি হোস্টেলের কাছে মারামারি পর পুলিশ পুলিশ চারজন বিদেশীকে আটক করেছে।

পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দাঙ্গা আইনে মামলা করা হয়েছে।

সূত্র : বিবিসি


বিভাগ : প্রবাস জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফিজির প্রধানমন্ত্রীর কাছে ২৬ বাংলাদেশির অভিযোগ, তদন্তের নির্দেশ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পর্তুগালে র‍্যালী, সপ্তাহে সর্বোচ্চ ৩৫ কর্মঘন্টা করা সহ নানান দাবী
ড.ইউনুসকে যে অনুরোধ করলেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব
আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কালচারাল সেন্টারের বৈশাখী মেলা
মারা গেছেন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার
আরও
X

আরও পড়ুন

কলাপাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত দুই, আহত চার

কলাপাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত দুই, আহত চার

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে তরুণ ফুটবলারের মৃত্যু

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে তরুণ ফুটবলারের মৃত্যু

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম খুঁটি -আমীর খসরু মাহমুদ চৌধুরী

খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম খুঁটি -আমীর খসরু মাহমুদ চৌধুরী

পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত

পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত

কসবায় চাচাতো ভাইকে হত্যায় অভিযুক্ত শাউন ঢাকায় গ্রেফতার

কসবায় চাচাতো ভাইকে হত্যায় অভিযুক্ত শাউন ঢাকায় গ্রেফতার

”ঢাবিতেও গেলাম, জাবিতেও গেলাম, তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।”

”ঢাবিতেও গেলাম, জাবিতেও গেলাম, তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।”

নারায়ণগঞ্জে ডাকাত সোহান গ্রুপের অত্যাচারে অতিষ্ট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে ডাকাত সোহান গ্রুপের অত্যাচারে অতিষ্ট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

ডুরার নতুন কার্যনির্বাহী কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির

ডুরার নতুন কার্যনির্বাহী কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

হারানো এলাকা রাশিয়াকে ছাড়তে প্রস্তুত ইউক্রেন: মার্কিন দূত

হারানো এলাকা রাশিয়াকে ছাড়তে প্রস্তুত ইউক্রেন: মার্কিন দূত

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার