ইসরায়েলি হামলায় যুদ্ধকবলিত লেবাননে প্রায় ৩ হাজার বাংলাদেশির উৎকণ্ঠায়

Daily Inqilab অনলাইন ডেস্ক

১০ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম

যুদ্ধকবলিত লেবানন থেকে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চাইলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না। দেশটি থেকে আকাশপথে চলাচল সীমিত হয়ে পড়ায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। লেবাননে অবস্থানরত এই বাংলাদেশিদের বড় অংশই নারী ও শিশু। -ডয়েচে ভেলে

স্থানীয় বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা জানান, ফিরে আসতে চাওয়া প্রবাসীদের বেশিরভাগই হিজবুল্লাহ অধ্যুষিত লেবাননের দাহি শহরসহ দক্ষিণাঞ্চল থেকে প্রাণভয়ে পালিয়ে আসা। আপাতত লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন আশ্রয় শিবিরে তাদের ঠাঁই মিলেছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় বৈরুতে ওই অস্থায়ী আশ্রয় শিবিরগুলো তৈরি করেছেন বাংলাদেশি কমিউনিটির সচ্ছল ব্যবসায়ীরা। আশ্রিত প্রবাসীদের প্রতিটি দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন শিশুসহ আশ্রয় নেওয়া পরিবারের সদস্যরা।

দক্ষিণাঞ্চল থেকে আসা দুই বছরের ছেলে আব্রাহামকে নিয়ে বিপাকে পড়া রেশমা বলেন, আমার অসহায় লাগছে। ছেলেটাকে নিয়ে আশ্রয়কেন্দ্রে অপেক্ষা করছি। কবে দেশে যেতে পারব সেই আশায় আছি। সেখানে আশ্রয় নেওয়া আরেক নারী হাসি আক্তার জানান, প্রায় শূন্য হাতে পালিয়ে আসতে হয়েছে তাদের। ফলে মানুষের সহযোগিতার ওপরই এখন চলতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের কাগজপত্র (বৈধতার কাগজ) থাকা সত্ত্বেও আমরা রাস্তায় বের হয়ে এসেছি। মালিক কোনো খোঁজ-খবর নেয়নি। মালিক কোনো টাকা-পয়সাও দেয়নি। আমরা টাকা ছাড়াই যার যার জীবন নিয়ে রাস্তায় বের হয়ে এসেছি। পরিত্যক্ত বা ব্যবহার না হওয়া বাড়ি ভাড়া করে আপাতত অস্থায়ী আশ্রয় শিবির করা হলেও প্রতি দিন কয়েক হাজার মানুষের জন্য খাবার সংস্থান করা কঠিন হয়ে পড়েছে স্বেচ্ছাসেবীদের জন্য।

বৈরুতের এক আশ্রয়কেন্দ্রের পরিচালনাকারীদের একজন সুব্রত সাহা (ওরফে বাবু সাহা) জানান, দক্ষিণাঞ্চল থেকে আসা বাংলাদেশিদের জন্য বৈরুতে যারা মোটামুটি সচ্ছল কমিউনিটির। সেসব মানুষের কাছ থেকে চাঁদা তুলে এই আশ্রয়কেন্দ্র চালানো হচ্ছে। আরেকটি আশ্রয়কেন্দ্রের অন্যতম পরিচালক প্রবাসী ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, প্রতিদিনই চাঁদা তুলে আশ্রিত বাংলাদেশি ভাই-বোনদের জন্য খাবারের সংস্থান করতে হচ্ছে।

তবে, দিন যতই গড়াচ্ছে, আশ্রিত মানুষগুলোর জন্য খাবারের সংস্থান করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন স্বেচ্ছাসেবীরা। এ জন্য স্থানীয় কমিউনিটির বাইরে সরকারকে দ্রুত সহযোগিতা করার আহ্বান জানান তারা। স্বেচ্ছাসেবক আল আমিন ইজ্জত বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ করব, যেন তারা সাহায্য করে। আমরা আর পেরে উঠছি না, হিমশিম খাচ্ছি।

এদিকে, আটকে পড়া প্রবাসীদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, থাকা ও খাওয়ার সংস্থানের জন্য এরই মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু অর্থের বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে ভয় ও আতঙ্কে যারা দেশে ফিরতে মরিয়া, তাদের জন্য সময়টা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফিরে যাওয়ার অপেক্ষা যত বাড়ছে, ফিরতে না পারার শঙ্কা ততই ঘনীভূত হচ্ছে। বিশেষ করে যখন লেবাননের আকাশপথ অনিরাপদ হয়ে ওঠায় বৈরুত থেকে আকাশপথে চলাচল সীমিত হয়ে এসেছে।

দেশে ফিরতে অপেক্ষমাণ প্রবাসীদের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে বলে মনে করছেন স্বেচ্ছাসেবী সোহেল। তার মতে, কীভাবে ফেরা যাবে সেটি কেউ বলতে পারছে না। অন্যদিকে, দেশে তাদের পরিবার-পরিজনের মধ্যেও উৎকণ্ঠা বাড়ছে।

বিশেষ করে যেসব মায়েরা ছোট শিশু নিয়ে নিরাপদ আশ্রয়ের আশায় ঘুরছেন, তাদের জন্য বিষয়টি অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি জানান, যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইবেন, তাদের তালিকা তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উপদেষ্টার মতে, অনেক অর্থ খরচ করে বিদেশে যাওয়া প্রবাসীরা সহজে দেশে ফিরতে চায় না। তবে, বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, দেশে ফিরতে চাওয়া প্রবাসীর সংখ্যা আড়াই থেকে সর্বোচ্চ চার হাজারের মতো হতে পারে।

তৌহিদ হোসেন বলেন, সংখ্যা যা-ই হোক, তাদের ফেরত আনার ব্যবস্থা করবে সরকার। এরই মধ্যে বৈরুত দূতাবাসকে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, স্বেচ্ছায় দেশে ফিরতে চান এমন প্রবাসীদের জন্য একটি ফরম ছাড়া হয়েছে বৈরুত দূতাবাস থেকে। দূতাবাসের ফেসবুক পেইজে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের তালিকা তৈরি হচ্ছে।

‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে’ উল্লেখ করে দূতাবাসের ফেসবুক পেইজে বলা হয়, যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের আগামী দুই দিনের মধ্যে (১১ অক্টোবর রাত ১২টার মধ্যে) ফরম পূরণ করে জমা করতে হবে। অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছাড়াও বৈরুতের দাওরায় ইসমাঈল সাহেবের দোকান থেকে ফরম সংগ্রহ করা যাবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

ফরম পূরণ করে পাঠাতে হবে নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected])। বিজ্ঞপ্তিতে শিশুদের দেশে ফেরাতে পৃথক নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, আশ্রিতদের সাথে শিশু থাকলে তার জন্য ৪ কপি সদ্য তোলা রঙিন ছবি, মোখতার প্রদত্ত জন্ম সনদের কপি, সনদের ইংরেজি অনুবাদ দিতে হবে। এর সঙ্গে শিশু মায়ের সঙ্গে গেলে বাবার এবং বাবার সঙ্গে গেলে মায়ের নোটারি পাবলিকের (কেতাব আদেল) মাধ্যমে অনুমতিপত্র নিতে হবে। তৌহিদ হোসেন বলেন, যেহেতু বৈরুত বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, ফলে তাদের ফিরিয়ে আনতে বিকল্প পথ খুঁজতে হচ্ছে।

সেক্ষেত্রে প্রবাসীদের ফেরত আনার পক্রিয়ায় পার্শ্ববর্তী কোনো দেশকে ব্যবহারের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, আপাতত অন্য কোনো দেশে নিয়ে গিয়ে সেখান থেকে আকাশপথে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, আইওএম) সহযোগিতাও চেয়েছে ঢাকা। উপদেষ্টা বলেন, আইওএম-কে ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।

ফেরানোর প্রক্রিয়া নিয়ে জানতে চাওয়া হলে লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খানও বিষয়টির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে তারা আইওএমকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তিনি আরো জানান, লেবাননে নিয়মিত ও অনিয়মিত দুই ধরনের প্রবাসীই আছেন।

সেক্ষেত্রে অনিয়মিত (কাগজপত্রে অবৈধ) বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে প্রক্রিয়া কী হবে? এ প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, এ নিয়ে লেবাননের জেনারেল সিকিউরিটির সাথে বৈঠক হয়েছে তার। বৈঠকে বিষয়টি উত্থাপিত হলে লেবাননের সরকার অর্থদণ্ড মওকুফ করে বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত।

উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় বোমার বিকট শব্দে ঘুমহীন এবং শঙ্কার জীবন কাটানো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত নয় প্রবাসী আহত হয়েছেন।


বিভাগ : প্রবাস জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের দুর্নীতির অভিযোগের খবর
হাজী আব্দুর রশীদ আহলুল মোহাব্বাহ ইউকের উপদেষ্টা মনোনীত
বৃটেনের ডেইলি মেইলে টিউলিপির দুর্নীতির খবর, যা বললেন মুশফিকুল ফজল আনসারী
ওমানে সড়ক দুর্ঘটনায় আহত কমলনগরের প্রবাসীর মৃত্যু
আরও

আরও পড়ুন

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন

টেকসই উন্নয়নের কথা মাথায় রেখেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ

টেকসই উন্নয়নের কথা মাথায় রেখেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ

লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা

লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা