রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম
পৃথিবীর বুকে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের উদ্দেশে বলেছেন, রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করুন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়া হবে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের কাছে একটি আশার সঞ্চার করেছে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দেশের সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
তিনি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত একটি জটিল বিষয় হলেও এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দেশে-বিদেশের বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়। তিনি বলেন, পাসপোর্ট প্রক্রিয়া করণে ভেরিফিকেশন জটিলতাসহ প্রবাসীরা যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলো কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে সে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের (প্রবাসীদের ) মতামত প্রত্যাশা করছি।
গত শুক্রবার রাতে আমিরাতের আজমানে উইমেন অ্যাসোসিয়েশন হলে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রেমিট্যান্স সচেতনতা ও আরব আমিরাত থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ২০২৪/২৫ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) মনোনীতদের দেয়া সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মাননা আয়োজক কমিটির আহবায়ক আলহাজ্ব ইয়াকুব সৈনিক। আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এবং আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আরব আমিরাতের আজমান প্রদেশের রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আলনুয়াইমি। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক শিবলী আল সাদিক। রেমিট্যান্স বিষয়ে বক্তব্য রাখেন টেপ টেপ সেন্ট এর হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশিষ দাস।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ’র সাবেক সভাপতি হাজী শরাফত আলী। বাংলাদেশ সমিতি শারজাহ’র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেনসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক কামরুল হাসান জনি ও রোমানা বর্ণীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির মাধ্যমে আগত সিআইপিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ

ছাত্রদল নেতার অফিসে হামলা-ভাংচুর স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা