ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

গুণে ভরপুর পালংশাক

Daily Inqilab ইনকিলাব

২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম

গরমকাল ভরপুর মৌসুমী ফলে। শীত ভরপুর শাক সবজিতে। মহান মাওলার কী অপরূপ ব্যবস্থাপনা। গরমে দেশী ফলে আমাদের দেহ মনকে ঠিক রাখবে আর শীতে শাক সবজি আমাদেরকে সুস্থ, সবল থাকতে সহযোগিতা করবে। শীতের অনেক শাক সবজির মধ্যে পালং শাক একটি। প্রত্যেকটি শাক সবজি, ফল-মূলে বিবিধ উপকারিতা বিদ্যমান। কোন কিছুই ফেলনা নয়, মূল্যহীন নয়। আজ আমরা পালং শাকের গুনাগুন জানব।

পালং শাকের পুষ্টিমান:
১০০ গ্রাম পালং শাকে আছে- শক্তি ৯৭ কিলো ক্যালরি, শর্করা ৩.৬০ গ্রাম, চিনি ০.০৪ গ্রাম, খাদ্য আঁশ ২.২ গ্রাম, ¯েœহ ০.৪ গ্রাম, ভিটামিন এ সমতুল্য ৪৬৯ মাইক্রোগ্রাম, ভিটাক্যারোটিন ৫৬২৬ মাইক্রোগ্রাম, লুটিন জিয়াক্সানথিন ১২১৯৮ মাইক্রোগ্রাম, ভিটামিন এ ৯৪০০ আইইউ, ফোলেট বি৯ ১৯৪ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ২৮ মিঃগ্রাম, ভিটামিন ই ২ মিঃগ্রাম, ভিটামিন কে ৪৮৩ মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম ৯৯ মিঃগ্রাম, প্রোটিন ২.২ মিঃগ্রাম, লৌহ ২.৭ মিঃগ্রাম, পটাশিয়াম ২০৮ মিঃগ্রাম, নিকোটিন এ্যাসিড ০.৫০ মিঃগ্রাম, থায়ামিন ০.০৩ মিঃগ্রাম, ফসফরাস ২০.৩০ মিঃগ্রাম ইত্যাদি।

গুনাগুন:
১. বয়সের ছাপ: অনেকেই বয়সের ছাপ লুকানোর জন্য অনেক কিছু করে থাকে। আসলে অনেক ক্ষেত্রে মৌসুমী ফল ও শাক সবজি খেলে এই সমস্যা অনেকাংশে কমিয়ে রাখা যায়। পালং শাকেই আছে বয়সের ভার কমানোর এন্টি-অক্সিডেন্ট। এন্টি-অক্সিডেন্টের কাজই হলো দেহের কোষের ক্ষয়রোধ করে শরীরকে তারুণ্যদীপ্ত, সুঠাম, সুস্থ সবল রাখা।

২. স্মৃতি শক্তি বৃদ্ধি: পালং শাক স্মৃতিশক্তিতে সহায়ক। পালং শাক মস্তিষ্কের কোষগুলোকে সতেজ ও কর্মতৎপর রাখে। তাই মস্তিস্কের কার্যক্ষমতা বাড়াতে পালং শাকের জুড়ি নেই। পালং শাক স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। পালং শাকে থাকা পটাশিয়ামের কারনে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে।
৩. ওজন ও মেদ কমাতে: পালং শাকে আছে খাদ্য আঁশ এবং অ্যন্টিঅক্সিডেন্ট। সেই সাথে আয়রন, ফলেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ছাড়া সব ধরনের ভিটামিন এবং খনিজ। এ সকল উপাদান ওজন কমানোর প্রক্রিয়াকে সহজতর করে।

৪. কোলেস্টেরল কমাতে: পালং শাক আমাদের শরীরের শত্রু কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং বন্ধু কোলেস্টেরল এইচডিএল বাড়িয়ে দেয়। ফলে আমাদের দেহের কোলেস্টেরল মাত্রা স্বাভাবিক থাকে।
৫. মাথাব্যথা : এই শীতে নিয়মিত পালং শাক খান আপনার মাইগ্রেনের মতো মাথা ব্যথায় উপকার মিলবে।

৬. হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়: এই শাকে থাকা ফলেট, আয়রন, ভিটামিন সি খুব তাড়াতাড়ি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। যাদের হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে তারা পালং শাক খাবেন। এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ রক্তের শ্বেত কণিকার প্রয়োজনীয় মাত্রা ঠিক রাখে । দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।

৭) লবণের ভারসাম্যে : পালং শাকে আছে বিপুল পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম শরীরের লবনের ভারসাম্যকে ঠিক রাখে।
৮. ত্বকের আদ্রতা: পালং শাকে থাকা ভিটামিন ‘এ’ ত্বকের আদ্রতায় সুরক্ষা দেয়। ফলে ত্বক থাকে মসৃন, কোমল।

৯. চুল পড়া রোধে: যাদের চুল অতিরিক্ত ঝরে যায়, তাদের সুরক্ষা দেয় এই পালং শাক। এই শাকটিতে থাকা আয়রন চুল পরা রোধে বিশেষ ভূমিকা পালন করে। পালং শাকের রস চুলে লাগিয়ে অল্প সময় রেখে ধুয়ে ফেলুন। এতে উপকার মিলবে।

১০. রক্তচাপ কমাতে: পালং শাকে থাকা পটাশিয়াম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উচ্চ রক্তচাপকে স্বাভাবিক করে এবং রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা কমে যায়। পালং শাকে থাকা ফলেটও রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে।১১. রোগ প্রতিরোধে: বর্তামান করোনা পরিস্থিতিতে আমরা সবাই চাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাক। কিন্তু এই ক্ষেত্রে আমরা ঔষধের উপর বেশি নির্ভরশীল হয়ে যাই। পালং শাকে থাকা বিভিন্ন ধরনের সমন্বিত খাদ্যগুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই শীতে শিশু থেকে বয়স্ক সকলেই এই শাক খেয়ে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করা উচিত।

১২. ব্যাথা নাশক ও ক্যান্সার প্রতিরোধন: পালং শাকের ঘন সবুজ পাতায় উচ্চ মাত্রায় ক্লোরোফিল থাকে। এতে ক্যারটিয়েড বিদ্যমান। এই শাক আমাদের শরীর ব্যথা দূর করতে সহায়ক। সাথে সাথে ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে।

১৩. হজম শক্তি বৃদ্ধিতে: পালং শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড আমাদের হজম শক্তি বৃদ্ধি করে।
১৪. চোখের যতেœ : পালং শাকে লুটিন উপাদান রয়েছে। এছাড়া এতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি। এই শাকে কেরোটিনয়েড থাকে অনেক পরিমাণ। এই কেরিটিনয়েড চোখের বিভিন্ন ক্ষতি আটকিয়ে দেয়। অন্যদিকে এই শাকে উপস্থিত অন্যান্য উপাদানও চোখের পক্ষে ভীষণ উপকারী। পালং শাকে থাকা ভিটামিন এ চোখকে ভাল রাখে। নিয়মিত পালং শাক খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। চোখে ঝাপসা দেখা বা কম দেখার সমস্যা দূর হয়। পালং শাক চোখের রেটিনার ক্ষমতা বাড়ায়, ফলে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে। ভিটামিন ‘এ’ আই আলসার এবং ড্রাই আইয়ের মতো সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। এর উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমিয়ে দেয়।

১৫. কোষ্ঠকাঠিন্য: পালং শাকে থাকা খাদ্য আঁশ পেট পরিষ্কার রাখতে অপরিহার্য। এটি সহজে হজম শক্তি বাড়িয়ে দেয়। ফলে অনায়াসেই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়।
১৬. মাসিকের সমস্যায়: পালং শাকে আছে সব ধরণের ভিটামিন ও মিনারেল। পালং শাক নিয়মিত খেলে মাসিকজনিত সমস্যা দূর হয়।

১৭. ত্বকের রোগে: পালং শাকে এ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এই উপাদানগুলি দেহের পাশাপাশি ত্বকের ভিতরে প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে নানাবিধ ত্বকের রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
১৮. ত্বক ফর্সায়: এই শাকে থাকা ভিটামিন কে এবং ফলেট ত্বককে ফর্সা করে। সঙ্গে চোখের নীচের কাল দাগ দূর করে। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।

১৯. হৃৎপিন্ডের সুরক্ষায়: পালং শাকে থাকা ফলিক এসিড হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পালং শাকে লুটেইন নামক অপর একটি পদার্থ রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকির হাত থেকে আমাদের রক্ষা করে।

২০. ব্রণ দূর করতে: ব্রণ দূর করতে পালং শাকের পেষ্ট উপকারী। সামান্য পালং শাক নিয়ে তার সঙ্গে অল্প পানি দিয়ে পেষ্ট বানাতে হবে। তা ভাল করে মুখে লাগিয়ে কম পক্ষে ২০ মিনিট রাখতে হবে। শুকানোর পর পানি নিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করলে ব্রণের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে আসবে এবং ব্রণের সমস্যা কমে যাবে।
২১. দাঁত হাড়কে মজবুত করে: পালং শাক দাঁত ও হাড়ের ক্ষয়রোধ করে এবং দাঁত ও হাড়কে মজবুত হতে সাহায্য করে।

২২. ডায়াবেটিস রোগে: ডায়াবেটিক রোগীদের জন্য পালং শাক খুব উপকারী।
২৩. কোলনে: পালং শাকে প্রচুর ভিটামিন ‘সি’ এবং বিটা কেরোটিন আছে যা কোলনের কোষগুলোকে রক্ষা করে।
২৪. জটিল রোগে: পালং শাকে আছে ১০টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড যা ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে শক্তি যোগায়।
২৫. আরথ্রাইটিস: শরীরে বিভিন্ন গিটের ব্যাথা নিরাময়ে পালং শাক উপকারী। আরথ্রাইটিসের মতো সমস্যাগুলিতে পালং শাক উপকারী। তা ছাড়াও বাতের ব্যথা, গিটের ব্যথার ঝুঁকি কমায় পালং শাক।
২৬. পেশির শক্তি বৃদ্ধিতে: পালং শাকের ভিতরে থাকা নানা অ্যন্টিঅক্সিডেন্ট হার্টের পেশিকে শক্তিশালী করে পাশাপাশি সারা শরীরের অন্যান্য পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। ফলে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

২৭. সূর্যের অতিবেগুলি রশ্মি প্রভাবে: সূর্য ছাড়া পৃথিবী অচল। সূর্য প্রিিতদিন আলো দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখে। সূর্যের অতিবেগুনি রশ্মির আমাদের ত্বক পুড়ে যায়। পালং শাকের রয়েছে প্রচুর ভিটামিন বি। এটি সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের ক্ষতি রোধ করে। ফলে স্বাভাবিকভাবেই ত্বক পুড়ে যাওয়া রোধ করে। সাথে সাথে ত্বকের ক্যানসারের মতো রোগের সম্ভাবনা থাকে না।

মুন্সি আব্দুল কাদির,
ইসলামি ব্যাংক বাংলাদেশ,
সিলেট।


বিভাগ : স্বাস্থ্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে