মাজা ব্যথায় যা করবেন
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩ এএম
আমাদের দেশের শতকরা ৯০ ভাগ মানুষ জীবনের কোন না কোন সময়ে মাজা ব্যথায় ভুগেন। আর ৫০ ভাগ একের অধিকবার মাজা ব্যথায় ভুগেন। কোমড় বা মাজা ব্যথার কোন সুনির্দিস্ট কারন জানা যায় না শতকরা ৮৫ ভাগ মানুষের ক্ষেত্রে। কোমর ব্যথার কারনে কর্মজীবী মানুষ প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। হাসপাতাল বা ডাক্তার চেম্বারে লোকদের যাওয়ার অন্যতম কারণ হলো মাজা ব্যথা। উপযুক্ত চিকিৎসা পেলে ৯০% রোগী দুই মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠবেন। স্বল্প মেয়াদি ব্যথা এক মাসের কম সময় থাকে। যে ব্যথা এক মাসের অধিক থাকে তাকে দীর্ঘ মেয়াদি বা ক্রোনিক ব্যথা বলে।
মাজা ব্যথার কারণ সমূহ :
১. পেশী, হাড়, জোড়া, লিগামেন্ট, ডিস্ক (দুই কশেরুকার মাঝ খানে থাকে) ও স্নায়ুর রোগ বা ইনজুরি।
২. বুক, পেট ও তল পেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য মাজা ব্যথা হয়। একে রেফার্ড পেইন বলে।
৩. হারনিয়াটেড ডিস্ক নার্ভকে ইরিটেশন করে। ২০ বৎসরের উর্ধ্বে এক-তৃতীয়াংশ লোকের হারনিয়াটেড ডিস্ক থাকে। ৩% লোকের নার্ভ ইরিটেশনের জন্য ব্যথা হয়।
৪. পেশাগত কারনে দীর্ঘক্ষণ বসার ভঙ্গিমা ঠিকমত না হলে।
৫. ছাত্র-ছাত্রীর চেয়ারে বসার ভঙ্গিমা ঠিকমত না হলে।
৬. ড্রাইভিং করার সময় সঠিকভাবে না বসলে।
৭. ওপড় হয়ে শুয়ে বই পড়লে।
৮. স্পোনডাইলোসিস।
৯. স্পোনডাইলাইটিস।
১০. স্পোনডাইলিসথেসিস।
১১. স্পাইনাল ক্যানাল সরু হওয়া
১২. হাড় ও তরুনাস্থির প্রদাহ এবং ক্ষয়।
১৩. হাড়ের ক্ষয় ও ভঙুরতা।
১৪. হাড় নরম ও বাঁকা হওয়া।
১৫. আর্থ্রাইটিস।
১৬. ফাইব্রোমায়ালজিয়া।
১৭. হঠাৎ করে হাঁচি, কাশি দিয়েছেন বা প্রস্রাব - পায়খানার জন্য স্ট্রেইন করেছেন।
১৮. সামনে ঝুকে বা পার্শ্বে কাঁত হয়ে কিছু তুলতে চেষ্টা করেছেন।
১৯. হাড়ের ইনফেকশন।
২০. ডিস্কাইটিস (ডিস্কের প্রদাহ)।
২১. হাড় ও স্নায়ুর টিউমার।
২২. যে কোন কারনে অতিরিক্ত চিন্তা গ্রস্থ হলে কোমড় ব্যথা হয়।
উপসর্গ বা কখন চিকিৎসকের পরামর্শ নিবেন :
সব সময় ধরে বা জমে (স্টিফনেস) আছে - এই ধরনের ব্যথা ।
ভারী ওজন তোলা বা অতিরিক্ত কাজের পর তীক্ষè ব্যথা।
ক্রোনিক বা দীর্ঘমেয়াদি ব্যথা হলে।
অনেকক্ষন বসা বা দাড়াঁনো অবস্থায় ব্যথা হলে।
কোমড় থেকে নিতম্ব, উরু, লেগ ও পায়ের আঙুল পর্যন্ত ব্যথা বিস্তৃত হলে।
লেগ বা পায়ে দুর্বলতা বা অবশ অবশ ভাব এবং টিংগ্লিং সেনসেশন হলে।
কোমড় ব্যথা কয়েকদিনের মধ্যে না সারলে।
রাতে বেশী ব্যথা হলে বা ব্যথার জন্য ঘুম ভেঙে গেলে।
হাঁচি, কাশি দিলে বা সামনে ঝুকলে ব্যথা বেড়ে যায়।
প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রন না থাকলে।
কোমড় ব্যথার সাথে প্রস্রাবে জ্বালা - পোড়া থাকলে বা দুর্গন্দ্ব প্রস্রাব হলে।
ব্যথার সাথে জ্বর, ঘাম, শীত শীত ভাব বা শরীর কাপানো ইত্যাদি থাকলে।
শোয়া অবস্থায় বা শোয়া থেকে উঠার সময় ব্যথা হলে।
পায়ের গোড়ালি বা পায়ের পাতা দিয়ে হাঁটতে অসুবিধা হয়।
অনেকক্ষন সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটা যায় না।
অন্য কোন অস্বাভাবিক সমস্যা দেখা দিলে।
ল্যাবরেটরী পরীক্ষা নিরিক্ষা :
কোমড় ব্যথার চিকিৎসা প্রদানের পূর্বে কারন নির্ণয় করার জন্য কিছু প্রয়োজনীয় ল্যাবরেটরী পরীক্ষা করতে হবে। তবে সবার জন্য একই পরীক্ষা নয়।
রক্তের বিভিন্ন পরীক্ষা।
প্রস্রাব পরীক্ষা।
এক্স-রে।
আলট্রাসনোগ্রাফি।
এম, আর, আই।
সি, টি, স্ক্যান।
করণীয় বা চিকিৎসা :
কোমড় ব্যথার চিকিৎসা এর কারণ সমূহের উপর নির্ভর করে। চিকিৎসার মূল লক্ষ্য হলো (১) ব্যথা নিরাময় করা এবং (২) কোমড়ের মুভমেন্ট স্বাভাবিক করা।
পূর্ন বিশ্রাম দুই বা তিন দিন। দীর্ঘদিন বিশ্রাম নিলে ব্যথা দীর্ঘ স্থায়ী হয়ে যায়।
তীব্র ব্যথা কমে গেলেও ওজন তোলা, মোচড়াঁনো (টুইসটিং) পজিশন ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম বন্ধ করতে হবে।
এন্টিইনফ্ল্যামেটরি ওষুধ সেবন।
গরম সেঁক যেমন গরম প্যাড, গরম পানির বোতল ও গরম পানির গোসল।
ব্যায়াম - পেশী নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে।
ফিজিক্যাল থেরাপি - একোয়া থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি ও ইলেকট্রিকেল স্টিমুলেশন।
পেলভিক ট্র্যাকশন।
কোমড়ে বেল্ট (ল্যাম্বার কোরসেট) ব্যবহার করা।
ইনজেকশনে কারও কারও কিছু ব্যথা নিরাময় হয়:
ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন ।
ফ্যাসেট জয়েন্ট ইনজেকশন ।
স্যাকরো-আইলিয়াক জয়েন্ট ইনজেকশন ।
কেমিকেল ডিস্কোলাইসিস।
সার্জিকেল চিকিৎসা :
কনজারভেটিভ বা মেডিকেল চিকিৎসায় ভালো না হলে, ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকলে, স্নায়ু সমস্যা দেখা দিলে এবং প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রন না থাকলে দ্রুত সার্জিকেল চিকিৎসা গ্রহন করতে হবে। বিভিন্ন ধরনের সার্জিকেল চিকিৎসা কারন ও ধরন সমূহের উপর নির্ভর করে দেয়া হয়।
ডাঃ জি, এম, জাহাঙ্গীর হোসেন
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
রুম নং-৩২০। শ্যামলি, মিরপুর রোড, ঢাকা।
ফোন : ০১৭৪৬৬০০৫৮২।
ইমেইল: [email protected]
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক
যশোরে ব্যবসায়ীর পায়ে গুলি সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা থানায় রেকর্ড
যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল
ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের
নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ
রাজার বোলিংয়ে অলআউট বরিশাল
দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক
৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত
গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক
নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী
ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক