আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন-২
২৯ এপ্রিল ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৪ পিএম

(পূর্ব প্রকাশিতের পর)
তত্ত্ব কথা : ৫. উস্তাদুনা সাইয়্যেদ মুফতী আমীমুল এহসান মুজাদেদ্দী, বরকতী (রহ.) বলেছেন : ‘ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সুস্পষ্ট বিষয়। ধৈর্য ধরে অপেক্ষা করলে এক সময় তার উপর আল্লাহর রহমত নাজিল হয় এবং পরিণামে সে সকলকাম হয়। আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার বিষয়টি অত্যন্ত সহজ। কেননা, নামাজ সকল প্রকার অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাছাড়া সালাতের মাধ্যমে রিজিকের মধ্যে প্রস্বস্তি আসে।
আর এজন্যই রাসূলুল্লাহ (সা.) যখন কোনো বিষয়ে সমস্যায় পড়তেন বা চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। (মুসনাদে আহমাদ : ৫/৩৮৮)। সুতরাং যে কোনো বিপদাপদে ও সমস্যায় সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্কটা তাজা করে নেয়ার মাধ্যমে সাহায্য লাভ করা যেতে পারে। সাহাবা, তাবেঈন, সলফে সালেহীন ও সত্যনিষ্ঠ ইমামগণ হতে এ ব্যাপারে বহু ঘটনা বর্ণিত আছে।
তত্ত্ব কথা : ৬. ‘রফিকুল মাহদী’ ভাই ও বোনদের উচিত আল্লাহর ভালোবাসায় আত্মীয়-স্বজন, এতীম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থী ও দাস মুক্তির জন্য অর্থ ব্যয় করা, সালাত প্রতিষ্ঠা করা, জাকাত দেয়া, প্রতিশ্রুতি পূরণ করা, অর্থ-সংকটে, দুঃখ-কষ্টে ও সংগ্রাম-সংকটে ধৈর্য ধারণ করা। প্রকৃত পক্ষে তারাই সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকী।
তত্ত্ব কথা : ৭. আল কুরআনে আখলাক, স্বভাব চরিত্র বা মন মানসিকতার সুস্থতা বিধান সম্পর্কিত বিধিবিধানের আলোচনায় বিশেষভাবে ছবর বা ধৈর্যের উল্লেখ করা হয়েছে। কেননা ছবর-এর অর্থ হচ্ছে মন-মানসিকতা তথা নাফসকে বশীভূত করে অন্যায়-অনাচার থেকে সর্বোত্তভাবে সুরক্ষিত রাখা। এব্যাপারে একটু চিন্তা করলেই বোঝা যাবে যে, মানুষের হৃদয়বৃত্তিসহ আভ্যন্তরীণ যত আমল বা কর্মকা- রয়েছে সে সবের প্রাণশক্তি হলো ছবর বা ধৈর্য। এরই মাধ্যমে সকল প্রকার অন্যায় ও কদাচার থেকে মুক্তি লাভ করা সহজ হয়।
তত্ত্ব কথা : ৮. আল কুরআনে ইরশাদ হয়েছে : নিশ্চয়ই আল্লাহ ছবরকারীদের সাথে আছেন। (সূরা বাকারাহ : ১৫৩)। আলোচ্য আয়াতের মর্ম এই যে, ছবর-এর মাধ্যমে যাবতীয় সংকটের প্রতিকার হওয়ার কারণ হলো-এ পন্থায়ই আল্লাহ পাকের প্রকৃত সান্নিধ্য লাভ করা যায়। আল্লাহ ছবরকারীদের সাথে আছেন, বাক্যের দ্বারা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, ছবরকারীগণের আল্লাহর সান্নিধ্য লাভ হয়।
মহান আল্লাহ পাক আরশে আজীমের উপর থেকে ও তাঁর বান্দাহ ছবরকারীদের সাথে থাকার দুটি অর্থ হতে পারে। (এক) সাধারণ অর্থে সাথে থাকা, যা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আর তা’ হচ্ছে, সবাই মহান আল্লাহর জ্ঞানের ভিতরে থাকা। মহান আল্লাহর যত সৃষ্টি রয়েছে সবার যাবতীয় অবস্থা তাঁর গোচরিভূত। তিনি ভাল করেই জানেন-কে কোথায় কোন অবস্থায় কোন কাজে লিপ্ত আছে।
(দুই) বিশেষ অর্থে সাথ থাকা। যা কেবলমাত্র তাঁর নেককার, ধৈর্যশীল, পরোপকারী ও মোত্তাকীদের সাথে সংযুক্ত। আর সেটি হচ্ছে সাহায্য সহযোগিতা করা। মহান আল্লাহর পক্ষে কারোও সাথে থাকার অর্থ এটা নয় যে, তিনি তার সাথে চলাফেরা করছেন, বা কোনো কিছুর ভেতরে প্রবেশ করে আছেন অথবা তার সাথে লেগে আছেন। কারণ, মহান আল্লাহ পাক তাঁর আরশে আজীমের উপর রয়েছেন। তিনি স্রষ্টা হিসেবে সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা।
বিভাগ : আইসিটি এন্ড ক্যারিয়ার
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

বাংলাদেশে প্রথমবারের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্স (পিএমআরসি) অনুষ্ঠিত

এডিস মশা কামড় দেয়ার সময় চিনবেনা কে মেয়র-কাউন্সিলর ইমাম-খতিব: ডিএনসিসি মেয়র

প্রাচীন ধর্ম সনাতকে শুধু শ্রদ্ধা নয় এ সম্পর্কে জানতে হবে, ইসকনের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাস্বত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহরিয়ার

১০-১৫ দিনের মধ্যে বর্তমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর চেষ্টা চলছে : নসরুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আজমত উল্লা খান

আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেয়া হবে

বাজেট সম্পর্কে আলোচনায় ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : স্পিকার

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য : প্রধানমন্ত্রী

দুর্বিষহ জনজীবন

পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে : প্রধানমন্ত্রী

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা : বিমান প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের সঙ্গে ইওয়ামা কিমিনোরি ও জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

নালিতাবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন : আইনমন্ত্রী

লোডশেডিং আরো দুই সপ্তাহ

সাগরে ভারতীয় জেলেদের মাছ ধরা ঠেকাবে