বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি
২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

আচমকাই বিগড়ে গেল কৃত্রিম বুদ্ধিমত্তার পথ দিশারি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। আর তার ফলেই চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লক্ষ-লক্ষ ব্যবহারকারী। কারিগরি সমস্যার কারণেই চ্যাটজিপিটির চ্যাটবট কাজ না করার ফলে ওপেনএআইয়ের এপিআই পরিষেবাও মিলছে না গ্রাহকদের। কখন ফের চালু হবে পরিষেবা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি চ্যাটজিপিটির মালিক সংস্থা ওপেনএআই।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এদিন সকাল থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেওয়া চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে সমস্যয় পড়েন ব্যবহারকারীরা। চ্যাটবট ব্যবহার করতে না পেরে অনেকেই সমাজমাধ্যমে নিজেদের হতাশা প্রকাশ করেন। প্রায় এক হাজার ব্যবহারকারী ডাউনডিটেক্টরে চ্যাটজিপিটি কাজ না করার প্রসঙ্গটি উল্লেখ করে ক্ষোভ উগরে দেন।
সবার বক্তব্যের সারার্থ, ‘চ্যাটবটে লগ ইন করতে গিয়ে সমস্যয় পড়তে হচ্ছে। খুব শ্লথগতিতে লগ ইন হচ্ছে এবং পারফরম্যান্সও যথেষ্ট নিম্নমানের। ডাউনডিটেক্টরে এক ব্যবহারকারী খানিকটা কটাক্ষ ছুড়ে লিখেছেন, ‘চ্যাটজিপিটি অনুগ্রহ করে সমস্যার সমাধান করে ফের সচল হোন। কেননা, আমাদের সমস্ত ইতিহাস আপনার হাতে। আমাদের ইতিহাস ফিরিয়ে দিতে হবে।’
মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টু্ইটার) হ্যান্ডলে এক ব্যবহারকারী উদ্বেগ ভরা কণ্ঠে লিখেছেন, ‘দ্বিতীয় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে! চ্যাটজিপিটি বন্ধ! হ্যাশট্যাগ চ্যাটজিপিটিডাউন।’ আর এক ব্যবহারকারী উৎকণ্ঠা নিয়ে লিখেছেন, ‘চ্যাটজিপিটি বন্ধ হয়ে গিয়েছে। এখন কি করতে হবে নিশ্চিত নই…’। আর এক ব্যবহারকারী রসিকতার ছলে লিখেছেন, ‘চ্যাটজিপিটি বন্ধ হয়ে গিয়েছে। আমি ভাবলাম বোধ হয় রোবটরা অভ্যুত্থান ঘটাচ্ছে।’
শুধু ব্যক্তিগত ব্যবহারকারীই নয়, বাণিজ্যিকভাবে যে সমস্ত সংস্থা চ্যাটজিপিটির এপিআই ব্যবহার করে তারাও চরম সমস্যায় পড়েছে। কেন আচমকাই বিগড়ে গেল পরিষেবা তা নিয়ে চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআইয়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার আচমকা মেজাজ বিগড়োনোর সঠিক কারণ বোঝা যাচ্ছে না।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন একাধিক কারণে চ্যাটজিপিটি পরিষেবা মুখ থুবড়ে পড়তে পারে। প্রথমত সার্ভারে ক্ষমতার চেয়ে বেশি তথ্য জমা হয়েছে। ফলে ওভারলোডের কারণে সার্ভার বসে গিয়েছে। তাছাড়া কারিগরি ত্রুটিও থাকতে পারে। কিংবা এমনও হতে পারে রক্ষণাবেক্ষণের জন্য ওপেনএআইয়ের তরফেই চ্যাটজিপিটি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ না সংশ্লিষ্ট সংস্থার তরফে কিছু জানানো হবে, ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না বিঘরোনোর কারণ।
বিভাগ : আইসিটি এন্ড ক্যারিয়ার
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ

ছাত্রদল নেতার অফিসে হামলা-ভাংচুর স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন