বোয়ালমারীতে পুলিশের বাধায় পণ্ড বিএনপির কর্মী সম্মেলন
২৩ জুন ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০০ এএম
ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে উপজেলা ও পৌর বিএনপির পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলন। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গের মাধ্যমে সম্মেলন ভন্ডুল করে দেয় বলে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জে ১০/১৫ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি দলীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর সদরের পাঞ্জেরী মডেল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলন শুরু হয়। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রুদ্ধদ্বার পরিবেশে সম্মেলন শুরুর কিছুক্ষণ পরই স্থানীয় থানার একদল পুলিশ আকস্মিকভাবে ঘটনাস্থলে এসে বাইরে অপেক্ষামান নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে। মুহূর্তেই নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যে যার মত দিকবিদিক ছুটোছুটি করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পুলিশের লাঠি পেটায় ১০/১৫ জন কর্মী আহত হন। এক পর্যায়ে পুলিশ মডেল মাদরাসার গেইট খুলে ভিতরে প্রবেশ করে সম্মেলন মঞ্চ, চেয়ার, টেবিলে ব্যাপক লাঠিচার্জ করে আতঙ্ক সৃষ্টিসহ তাৎক্ষণিক মিটিং বন্ধ করতে বলেন। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে কর্মসূচি পালনে বাধাদানে বিস্ময় প্রকাশের পাশাপাশি সেটি চালিয়ে যাওয়ার অনুরোধ রাখেন। কিন্তু পুলিশ নেতাদের অনুরোধে পাত্তা না দিয়ে উল্টো গ্রেফতারের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মিটিং বন্ধ করতে বাধ্য করেন। এরপর কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ঘটনা স্থল ছেড়ে চলে গেলেও স্থানীয় কিছু নেতাকর্মী ভিতরেই নিরবে অবস্থান করেন। এদিকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়া বাইরের নেতাকর্মীরা পুনরায় জোটবদ্ধ হয়ে লাঠিশোঠা নিয়ে ইটপাটকেল ছুঁড়তে ছুঁড়তে ঘটনা স্থলের দিকে অগ্রসর হলে শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার পর এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা শক্ত প্রতিরোধ গড়ে তুললে পুলিশ পিছু হটে পাঞ্জেরী মডেল মাদরাসার ভিতরে অবস্থান নিয়ে সেখানে থাকা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নেতাদের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয় এবং একে একে সবাই ঘটনাস্থল ছেড়ে চলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাসুকুর রহমান বলেন, পুলিশের অনুমতি নিয়েই আমরা ঘরোয়া পরিবেশে সিমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনের আয়োজন করি। অথচ পুলিশ নিয়ম ভেঙ্গে হঠাৎ শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালিয়ে নেতাকর্মীদের একচেটিয়া মারধর করেছে। চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। চাপ সৃষ্টি করে মিটিং বানচাল করেছে। এটা অবশ্যই আমাদের রাজনৈতিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আ. ওহাব গনমাধ্যমকে বলেন, বোয়ালমারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। সে কারনে অপ্রীতিকর কিছুর আশঙ্কায় বিএনপির অনুষ্ঠানটি বন্ধ রাখতে বলেছিলাম। কিন্তু তারা সেটা উপেক্ষা করে অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বললে বিএনপি নেতাকর্মীরা আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। ইটপাটকেল ছুঁড়ে পরিস্থিতি অশান্ত করেন। আমাদেরকে আঘাত করার চেষ্টা করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত স্বাগতিক দর্শকরা
সংবিধানে জুলাই বিপ্লবের স্বীকৃতি লিপিবদ্ধ থাকতে হবে - সারজিস আলম
মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ
লিটনকে সেরা ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই: প্রধান নির্বাচক
মাস্তুল ফাউন্ডেশন বিতরণ করলো ১ লক্ষ কেজি চাল
লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা
সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ