কারাতে ১-প্রিমিয়ার লিগে তৃতীয় ইরান
হাংঝুতে ২০২৫ সালের কারাতে ১-প্রিমিয়ার লিগে ইরানি ক্রীড়াবিদরা একটি স্বর্ণপদক, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ জিতেছে।
তেহরান টাইমসের খবরে বলা হয়, টিম মেল্লি প্রতিযোগিতায় জাপান এবং মিশরের চেয়ে পিছিয়ে থেকে তৃতীয় স্থান লাভ করেছে।
নারী কুমিতে -৬১ কেজির ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইরানের আতৌসা গোলশাদনেজাদ জার্মানির খামিস রিমকে ৪-৩ গোলে হারিয়েছেন। এদিকে, নারী কুমিতে -৫৫ কেজির ফাইনালে ফাতেমে সাদাতি জাপানের রিনা কোডোর...