যুবাদের বিশ্বকাপ নিয়ে বাহফের পরিকল্পনা
ওমানের মাসকাটে চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে চীন ও কোরিয়ার মতো দলকে পেছনে ফেলে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ যুব (অনূর্ধ্ব-২১) দল। আর এতে আসন্ন যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে লাল-সবুজের যুবারা। গত জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অর্জন করেছিল জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা। নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র এশিয়া কাপে...