ঢাবিতে ‘রিসার্চ এক্সিলেন্স এওয়ার্ড’: গবেষণায় বরাদ্দ নয়, উৎসবেই কোটি টাকার আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের গবেষণা প্রকল্পের জন্য অর্থ বরাদ্দে সংকট থাকলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ বিপুল অর্থ ব্যয়ে আয়োজন করতে যাচ্ছে ‘রিসার্চ এক্সিলেন্স এওয়ার্ড’। এতে বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক গবেষককে পুরস্কৃত করা হবে। আগামী ২ মে আয়োজিত হতে যাওয়া এ অনুষ্ঠান ঘিরে উঠেছে সমালোচনা। শিক্ষক- শিক্ষার্থীদের অভিযোগ, এ আয়োজন প্রকৃতপক্ষে গবেষণা উন্নয়নের বদলে প্রশাসনিক ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট উৎসবে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে...