কোরআন তিলাওয়াতের সিজদা আদায় করা প্রসঙ্গে।
লিটন হাওলাদার
ইমেইল থেকে
প্রশ্ন : আমি জানি যে, কোরআন শরীফের কিছু আয়াত তিলাওয়াত করলে সিজদা দিতে হয়। প্রশ্ন হলো, তিলাওয়াতে সিজদাও কি কিবলামুখী হয়েই আদায় করতে হবে? নাকি যে কোনো দিকে ফিরে আদায় করলেই হবে?
উত্তর : হ্যাঁ, তিলাওয়াতের সিজদাও কিবলামুখী হয়ে আদায় করতে হবে। শরীয়তে নামাজ বা অন্য ইবাদতের সিজদা অবশ্যই কিবলার দিকে হতে হবে। অন্য কোনো দিকে শরীয়তের কোনো সিজদা...