ডাক্তারের প্রেসক্রিপশনে দুর্বোধ্য হাতের লেখা, পড়ে দেবে চ্যাটজিপিটি!
গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকলের। নানা ধরনের চমক দিয়েই চলেছে চ্যাটজিপিটি। এবার জানা গেল, দৈনন্দিন বহু কাজেই সে মানুষকে সহযোগিতা করতে পারদর্শী হয়ে উঠছে। যেমন কেউ যদি ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে না পারেন তাঁকে সাহায্য করবে এই চ্যাটবট।
বলে রাখা ভালো, চ্যাটজিপিটি অ্যাপ ইউজারদের থেকে ছবি,...