ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৯ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়ায় আবারও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২৯জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
গাজার চিকিৎসকেরা জানিয়েছেন, জাবালিয়া এলাকার আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েল বাহিনী। তারা নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জাবালিয়ায়...