পাইরেসির কবলে 'বরবাদ',ফাঁস হয়েছে একাধিক লিংক
এই ঈদে আলোচনার তুঙ্গে থাকা শাকিবের সিনেমা ‘বরবাদ’। সিনেমা মুক্তির পর থেকেই শাকিব ভক্তদের দেখার মতো উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তবে এমন আশার ভিতরেই বাসা বেঁধেছে হতাশা। জানা যায়, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে পড়েছে বিগ বাজেটের `বরবাদ` সিনেমাটি।
এদিকে সিনেমাটির পাইরেসি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমির। তাই পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্বও দিয়েছিলেন...