ইউটিউবে শাবনূরের সিনেমার গানের কোটি কোটি ভিউ
অভিনেত্রী শাবনূর এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। বহু বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন। তবে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ইউটিউবে শাবনূর সবার চেয়ে এগিয়ে আছেন। সিনেমার গানে তার অভিনীতি গানগুলো ভউ-এর দিক থেকে একের পর এক রেকর্ড করে যাচ্ছে। শাবনূরের ঠোঁটে ১০০টিরও বেশি গান ইউটিউবে পেয়েছে কোটির ওপরে ভিউ। ২০টি গান রয়েছে পাঁচ কোটি ভিউয়ের ঘরে। এফ আই মানিকের ‘হৃদয়ের...