এই সময়ে বাচ্চাদের চিকেন পক্স
বসন্তের এই সময়টাতে বাচ্চাদের চিকেন পক্স অর্থাৎ জলবসন্ত বেড়েছে। চিকেন পক্স বা জলবসন্ত একটি সংক্রামক ভাইরাসজনতি রোগ, যা সাধারণত শিশুদেরই বেশী হয়। ভ্যারসিলো-জোস্টার ভাইরাস সংক্রমনে এটি হয়। এটি সাধারণত তীব্র জ্বর ও ফুসকুড়ির মাধ্যমে প্রকাশ পায় এবং সহজইে এক ব্যক্তি থেেক অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। যদওি এটি শিশুদের জন্য খুব গুরুতর নয়, তবে কিছু জটিলতা কারও কারও হতে পারে। এটি...