বাংলাদেশ নবজাতক হাসপাতালে দেশের সর্বপ্রথম ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ স্থাপন
নবজাতকের প্রাণঘাতি রোগ ‘পারসিসটেন্ট পালমোনারী হাইপারটেনশন অফ নিউবর্ন’ (পিপিএইচএন) নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশে প্রথমবারের মত বাংলাদেশ নবজাতক হাসপাতালে ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে ২৮ এপ্রিল সোমবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়স্থ বাংলাদেশ নবজাতক হাসপাতাল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকার পরিচালক এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের জেনারেল সেক্রেটারি ডা. মো. মজিবুর রহমান...