ইউসিবিডি’র ‘ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
শিক্ষা ও শিল্পখাতের মধ্যে ব্যবধান হ্রাসে ‘ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক এক উদ্যোগ গ্রহণ করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এ উদ্যোগের অধীনে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ইউসিবিডি ক্যাম্পাসে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে প্রথম সংলাপ।
আয়োজনে আরিফ খান ‘দ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সিস্টেমস - ইন্টারঅ্যাকশন বিটুইন মানি মার্কেটস অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক এক তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। নিজের অভিজ্ঞতার...