২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ
ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়েছে। ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড) পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩...