অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু, যুক্তরাষ্ট্রে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউইয়র্কের ব্রæকলিন বরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে চার বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল-গির্জা-হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে এক দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এতে সেসব স্থানে ধরপাকড়ে আর কোনো বাধা নেই। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা।
প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি...