মসজিদে নববীতে আগতরা পাবেন ২৩ ভাষায় বিশেষ সেবা
হজ পরবর্তী সময়ে মসজিদে নববীতে আগতদের অভিজ্ঞতা আরও উন্নত করতে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি একটি নতুন ডিজিটাল এবং মাঠ পর্যায়ের গাইডেন্স সেবা চালু করেছে। ২৩টি আন্তর্জাতিক ভাষায় এই সেবা পাবেন আগতরা।
দাওয়াহ ও গাইডেন্স বিষয়ক সংস্থার আওতাধীন ফিল্ড অ্যাওয়ারনেস বিভাগের মাধ্যমে চালু হওয়া এ সেবার আওতায় মসজিদজুড়ে ইন্টারঅ্যাকটিভ গাইডেন্স স্ক্রিন বসানো হয়েছে। এসব স্ক্রিন থেকে কিউআর কোড স্ক্যান করে ধর্মীয়...